ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপিতে ১ হাজার ৯শ’ ৪৪ মামলা
ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : গত দুইদিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ১হাজার ৯শ’৪৪ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
আজ শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ৫টি কাভার্ডভ্যান, ১৪টি সিএনজি ও ৬০টি মোটরসাইকেলসহসহ মোট ১৩০টি, লালবাগ বিভাগে ৪টি বাস, ১৮টি ট্রাক, ২টি কাভার্ডভ্যান, ৮টি সিএনজি ও ১১৬টি মোটরসাইকেলসহ মোট ১৬৪টি, মতিঝিল বিভাগে ১৬টি বাস, ৩টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৮২টি সিএনজি ও ১৩১টি মোটরসাইকেলসহ মোট ২৭৭টি, ওয়ারী বিভাগে ৮টি বাস, ১৯টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৯টি সিএনজি ও ৪৩টি মোটরসাইকেলসহ মোট ৮৯টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, ৩টি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ২২টি সিএনজি ও ১১১টি মোটরসাইকেলসহ মোট ২২০টি, মিরপুর বিভাগে ৭টি বাস, ১৫টি ট্রাক, ৩০টি কাভার্ডভ্যান, ৬৫টি সিএনজি ও ৪০৫টি মোটরসাইকেলসহ মোট ৬১২টি, উত্তরা বিভাগে ১৫টি বাস, ৬টি ট্রাক, ১৩টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ১০০টি মোটরসাইকেলসহ মোট ২৩৪টি, গুলশান বিভাগে ৭টি বাস, ৩টি ট্রাক,৭টি কাভার্ডভ্যান, ১৮টি সিএনজি ও ৯৫টি মোটরসাইকেলসহ মোট ২১৮টি মামলা হয়েছে।
এ ছাড়া অভিযানকালে মোট ৭০০টি গাড়ি ডাম্পিং ও ২৫৯টি গাড়ি রেকার করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।