শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউটে মেরিন শিক্ষানবিশদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত
ঢাকা, ২৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দেশের অভ্যন্তরীণ নৌপরিবহন খাতে দক্ষ ও শৃঙ্খলাবদ্ধ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট (এসপিটিআই), মাদারীপুর প্রাঙ্গণে রোববার মেরিন শিক্ষানবিশদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বর্ণাঢ্য এই আয়োজনে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষানবিশদের সুশৃঙ্খল কুচকাওয়াজ ও পেশাগত সক্ষমতার এই প্রদর্শন, উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে।
অনুষ্ঠানে শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট, মাদারীপুরের=২১ জন, ডেক ও ইঞ্জিন পার্সোনেল ট্রেনিং সেন্টার, বরিশালের=২৪ জন এবং ডেক ও ইঞ্জিন পার্সোনেল ট্রেনিং সেন্টার, নারায়ণগঞ্জের =১১২ জন মোট ১৫৭ জন মেরিন শিক্ষানবিশ অংশগ্রহণ করেন। তারা সফলভাবে প্রাথমিক প্রশিক্ষণ সম্পন্ন করে নৌখাতে কর্মজীবনে প্রবেশের জন্য প্রস্তুত হন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, এনইউপি, এনডিসি, এফডব্লিউসি, পিএসসি যিনি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অভ্যন্তরীণ নৌপরিবহন ব্যবস্থা দেশের যোগাযোগ ও অর্থনৈতিক কার্যক্রমে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি আরও বলেন, এই খাতের নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করতে প্রশিক্ষিত, দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ মেরিন জনবল গড়ে তোলা অপরিহার্য। তিনি প্রশিক্ষণার্থীদের পেশাগত দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা ও নিরাপত্তা সচেতনতা বজায় রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এর সদস্য (অর্থ), ক্যাপ্টেন মো. মোয়াজ্জেম হোসেন, (এস), ওএসপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন (অব.)।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট, মাদারীপুর এর বিভাগীয় প্রধানগণ, ডেক ও ইঞ্জিন পার্সোনেল ট্রেনিং সেন্টার, বরিশাল এর অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ মহিউদ্দিন, ডেক ও ইঞ্জিন পার্সোনেল ট্রেনিং সেন্টার, নারায়ণগঞ্জ এর অধ্যক্ষ ক্যাপ্টেন জি. এ. এম. আলী রেজা, মাদারীপুরের এডিসি (উন্নয়ন), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), কোম্পানি কমান্ডার সিপিসি-৩, জেলা শিক্ষা অফিসার, জেড এইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শরীয়তপুরের প্রো-ভিসি, আকিজ ও সিটি গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাবৃন্দ ও নৌবাহিনীর চৌকস বাদক দলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই অনুষ্ঠান জুড়ে শিক্ষানবিশদের সুশৃঙ্খল কুচকাওয়াজ, শারীরিক সক্ষমতা ও প্রশিক্ষণলব্ধ দক্ষতার প্রদর্শন অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
প্রশিক্ষণার্থীদের মধ্যে থেকে সার্বিক দক্ষতা ও একাডেমিক উৎকর্ষের ভিত্তিতে ডিইপিটিসি, নারায়ণগঞ্জ হতে মো. মোবিনুল ইসলাম, ডিইপিটিসি, বরিশাল হতে মো. জিসান আনোয়ার এবং এসপিটিআই ও মাদারীপুর হতে মো. হৃদয় হোসেনকে চৌকস মেরিন শিক্ষানবিশের পুরস্কার প্রদান করা হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের এ অনুষ্ঠান শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট, মাদারীপুরের ১৩তম, ডেক ও ইঞ্জিন পার্সোনেল ট্রেনিং সেন্টার, বরিশালের ১৩ তম এবং ডেক ও ইঞ্জিন পার্সোনেল ট্রেনিং সেন্টার, নারায়ণগঞ্জের ৫৬তম মেরিন শিক্ষানবিশদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ।
আরো উল্লেখ্য যে, শিপ পার্সোনেল ট্রেনিং ইনস্টিটিউট, মাদারীপুর এবং ডেক ও ইঞ্জিন পার্সোনেল ট্রেনিং সেন্টারসমূহ দেশের অভ্যন্তরীণ নৌপরিবহন খাতে দক্ষ ও নিরাপত্তা সচেতন মানব সম্পদ তৈরিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।