মেক্সিকোয় ইলেকট্রনিক সিগারেট বিক্রির শাস্তি কারাদণ্ড অনুমোদিত
ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইলেকট্রনিক সিগারেট ও অনুরূপ পণ্য বিক্রির জন্য আট বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে বুধবার মেক্সিকোর কংগ্রেস একটি বিলের চূড়ান্ত অনুমোদন দিয়েছে।
মেক্সিকো সিটি থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
মেক্সিকো এখন ভ্যাপিং সম্পর্কিত ফৌজদারি শাস্তি আরোপকারী কয়েকটি দেশের সঙ্গে যোগ দিতে প্রস্তুত।
ইলেকট্রনিক সিগারেট বা ভ্যাপ হল ধূমপানের একটি যন্ত্র। এতে একটি অ্যাটোমাইজার, ব্যাটারির মতো একটি শক্তির উৎস এবং কার্তুজ বা ট্যাঙ্কের মতো একটি পাত্র থাকে। ধোঁয়ার পরিবর্তে, ব্যবহারকারী বাষ্প যা শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করে, যাকে ভ্যাপিং বলা হয়।
প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের মোরেনা দলের সদস্যরা যুক্তি দেন,এই ব্যবস্থা তরুণদের স্বাস্থ্য রক্ষা করবে ও ডিভাইসগুলো নিরাপদ হিসাবে প্রচার করার অনুমতি দেয়ার আইনি ফাঁকগুলো বন্ধ করবে।
সিনেটের সভাপতি লরা ইটজেল কাস্টিলো বলেন, এই সংস্কারের মাধ্যমে, ‘ইলেকট্রনিক সিগারেট ও অন্যান্য অনুরূপ সিস্টেম বা ডিভাইস’ নিষিদ্ধ করা হয়েছে। দেশের কংগ্রেসের নিম্ন কক্ষে পাস হওয়ার একদিন পর, মেক্সিকোর সিনেট বুধবার ৬৭-৩৭ ভোটে আইনটি অনুমোদন করেছে। এটি এখন আইনে স্বাক্ষরের জন্য শাইনবাউমের ডেস্কে যাবে।
২০২৩ সালে ধূমপান সংক্রান্ত একটি সরকারি জরিপ অনুসারে, মেক্সিকোতে প্রায় ১৩২ মিলিয়ন জনসংখ্যার মধ্যে ভ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ২১ লাখ।