লক্ষ্মীপুরে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া
লক্ষ্মীপুর, ৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় জেলার রায়পুরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ আছর রায়পুরে শহরের মধ্য বাজার জামে মসজিদে শোকাবহ ব্যাবসায়ী সমিতির এই আয়োজনে বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন, মরহুমা বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের এমপি প্রার্থী আবুল খায়ের ভুইয়া, রায়পুর পৌর বিএনপির সভাপতি এবিএম জিলানি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, বিএনপি নেতা শফিকুল আলম আলমাস, আবদুস জাহের, মো. রাজু, বনিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম মুরাদ, ব্যাবসায়ী নেতা মো. ইব্রাহিম, মো. জুয়েল ও রোমান হোসেন মুন্সি প্রমুখ।
পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এবিএম জিলানি বলেন, ম্যাডামের জন্য শুধু রায়পুর না পুরো দেশের মানুষ কেঁদেছেন ও দোয়া করছেন।
বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য এবং লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের এমপি প্রার্থী আবুল খায়ের ভুইয়ার নেতৃত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়েছে। এসময় মধ্যবাজারের ব্যাবসায়ী ও মুসুল্লিদের মধ্য আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।