পটুয়াখালীতে ২ শতাধিক মানুষের বিএনপিতে যোগদান
পটুয়াখালী, ২২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : পটুয়াখালীতে দুই শতাধিক মানুষ বিএনপিতে যোগদান করেছে। কলাপাড়া উপজেলার মহিপুর মৎস্য বন্দরে মৎস্য আড়ৎদার ও শ্রমিক নেতাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা শেষে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকরা বিএনপিতে যোগদান করে।
সোমবার রাতে মহিপুর মৎস্য বন্দরের সামনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।
এতে সভাপতিত্ব করেন মহিপুর হ্যান্ডলিং সমিতির সভাপতি আব্দুস সালাম হাওলাদার। সভায় ব্যবসায়ী, ইউপি সদস্য, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।
এসময় অনেকে এবিএম মোশাররফ হোসেনের হাতে ফুলের দিয়ে বিএনপিতে যোগদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলু গাজী, মহিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক সজীব হাওলাদার, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন মুসুল্লি সুলতান, মহিপুর থানা যুবদলের সভাপতি সিদ্দিক মোল্লা ও সাধারণ সম্পাদক মিজান প্যাদা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফরিদ খাঁন, সদস্য সচিব আতিকুর রহমান মিলন, শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।