দেশব্যাপী মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গণভোট’ প্রচারে ১২ দফা কর্মসূচি
ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন ‘গণভোট ২০২৬’ উপলক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং ভোটারদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে দেশব্যাপী ব্যাপক প্রচার ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।
‘গণভোট ২০২৬, সংসদ নির্বাচন দেশের চাবি আপনার হাতে’ এই স্লোগানকে সামনে রেখে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাধ্যমে এই বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে ১২ দফা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মুহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
১২ দফা প্রচারণা কর্মসূচি হলো:
বিজ্ঞপ্তিতে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং এর আওতাধীন দপ্তর ও সংস্থাসমূহের (কারিগরি শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, নেকটার, বিএমটিটিআই, কারিগরি শিক্ষা বোর্ড ও মাদ্রাসা শিক্ষা বোর্ড) সকল কর্মকর্তা-কর্মচারীদের জন্য গণভোট বিষয়ক বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে; সংশ্লিষ্ট দপ্তরগুলোর ওয়েবসাইট ও অফিসিয়াল ফেসবুক পেজে নিরবচ্ছিন্নভাবে গণভোটের গুরুত্ব ও প্রক্রিয়া বিষয়ে প্রচারণা চলমান রয়েছে।
এতে বলা হয়, জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি ও বেসরকারি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশের মাধ্যমে গণভোটের গুরুত্ব তুলে ধরা হচ্ছে; শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণের পাশাপাশি সকল শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তরের দৃশ্যমান স্থানে এবং ডিজিটাল ডিসপ্লেতে সচেতনতামূলক ব্যানার ও প্রচারণা চালানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিবের উপস্থিতিতে ইতিমধ্যে পঞ্চগড়, নড়াইল, যশোর, বগুড়া, কুড়িগ্রাম ও দিনাজপুর জেলায় শিক্ষক ও অভিভাবকদের নিয়ে বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
কারিগরি ও মাদ্রাসা বিভাগ বলছে, বর্তমানে সকল সরকারি যোগাযোগে গণভোটের নির্ধারিত ‘লোগো’ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে; ভোটাধিকার প্রয়োগের গুরুত্ব ও প্রক্রিয়া সম্পর্কে ভোটারদের সচেতন করাই এই বিশাল কর্মসূচির মূল লক্ষ্য। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে এই প্রচারণার কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করা হচ্ছে যাতে নাগরিক দায়িত্ব পালনে সাধারণ মানুষ উদ্বুদ্ধ হয়।