চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন কমিশন
চলতি সপ্তাহেই জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল: নির্বাচন কমিশন
নির্বাচনের পরে আজারবাইজান ঢাকায় দূতাবাস খুলবে: আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত
নির্বাচনের পরে আজারবাইজান ঢাকায় দূতাবাস খুলবে: আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত
একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট: ভোটগ্রহণের সময় ১ ঘণ্টা বৃদ্ধির সিদ্ধান্ত ইসির
একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট: ভোটগ্রহণের সময় ১ ঘণ্টা বৃদ্ধির সিদ্ধান্ত ইসির
শুধু পাস নয়, প্রকৃত জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে: তৌহিদ
শুধু পাস নয়, প্রকৃত জ্ঞান অর্জনে মনোযোগী হতে হবে: তৌহিদ
সংসদ নির্বাচন : আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনে ইসির পরিপত্র চলতি সপ্তাহে
সংসদ নির্বাচন : আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনে ইসির পরিপত্র চলতি সপ্তাহে
সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে: তারেক রহমান 
সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে: তারেক রহমান 
৭ ডিসেম্বরের পর সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল : ইসি আনোয়ারুল
রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার করে নির্বাচনী ইশতেহার প্রণয়নের দাবি টিআইবি’র
রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার করে নির্বাচনী ইশতেহার প্রণয়নের দাবি টিআইবি’র
ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস): রাজনৈতিক পুঁজি হিসেবে জনস্বার্থের পাশাপাশি অর্থ, পেশীশক্তি এবং ধর্মের অপব্যবহার বিষয়ে দলগুলোর অবস্থান জনগণের কাছে পরিষ্কার করে নির্বাচনী ইশতেহার প্রণয়নের দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।  একইসঙ্গে নির্বাচন পরবর্তী সরকার পরিচালনায় দুর্নীতি প্রতিরোধ, জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার অঙ্গীকার ইশতেহারে উল্লেখ করারও আহ্বান জানিয়েছে সংস্থাটি। টিআইবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত করতে মোট ৫২টি সুপারিশ উপস্থাপন করেছে টিআইবি। সংস্থাটির ধানমণ্ডি কার্যালয়ে ‘সুশাসিত, বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের অঙ্গীকার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দলের ইশতেহার প্রণয়নে টিআইবির সুপারিশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এই সুপারিশমালা উপস্থাপন করা হয়।  সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, উপদেষ্টা-নির্বাহী ব্যবস্থাপনা অধ্যাপক ড. সুমাইয়া খায়ের, টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও গবেষণা ও পলিসি বিভাগের পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান। সংবাদ সম্মেলনে সুপারিশমালা উপস্থাপন করেন টিআইবির সিনিয়র রিসার্চ ফেলো মো. জুলকারনাইন। আর্থ-সামাজিক উন্নয়নে রাজনৈতিক দলগুলোর পরিকল্পনায় জনস্বার্থের অবস্থান কোথায় এবং কীভাবে তারা জনস্বার্থ সংরক্ষণ ও বিকশিত করে পরিকল্পনা বা কৌশল প্রণয়ন করবে তা উল্লেখ নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত হওয়া উচিত উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বৈষম্যহীন বাংলাদেশ বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠী, নারী-পুরুষসহ সব জেন্ডার, শারীরিক-মানসিক প্রতিবন্ধকতা, সামাজিক, সাংস্কৃতিক ও জাতিগত সম-অধিকার, সম্প্রীতি ও সহঅবস্থান বিষয়ে দলগুলোর অঙ্গীকার বা প্রত্যয় জাতি প্রত্যাশা করে। একইসঙ্গে জুলাই অভ্যুত্থানের চেতনা, অভীষ্ট ও জুলাই সনদ পরিপূর্ণ বাস্তবায়নের অঙ্গীকার রাজনৈতিক দলগুলো কতটুকু পালন করবে ও গণভোটের বিষয়ে তাদের অবস্থান ইশতেহারে স্পষ্টভাবে উল্লেখ করা গুরুত্বপূর্ণ।’ রাজনৈতিক দলগুলোর কৌশলগত প্রত্যয় ও পথরেখার উপাদানগুলো কি হবে, সে বিষয়ে তাদের অবস্থান পরিষ্কার করা প্রয়োজনীয়তা তুলে ধরে জুলাই জাতীয় সনদের বাইরে থাকা সংবিধান সংস্কারসহ ছয়টি সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশমালা, যা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে, তা যেন ধামাচাপা পড়ে না যায়, সে লক্ষ্যে তাদের অঙ্গীকার ইশতেহারে ব্যক্ত করার প্রতি গুরুত্বারোপ করে ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘অন্যান্য সংস্কার কমিশন তথা স্থানীয় সরকার, গণমাধ্যম, নারী, স্বাস্থ্য ও শ্রম বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশসমূহ নিয়ে উল্লেখযোগ্য আলোচনা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নেই, এই বিষয়টি আমাদের উদ্বিগ্ন করেছে, তাই তারা এগুলো সম্পর্কেও নিজ দলের অবস্থান পরিস্কার করবেন বলে আমরা আশা প্রকাশ করছি।’ তিনি বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের ফ্যাক্ট-ফাইন্ডিংস প্রতিবেদন, বাংলাদেশের অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটিসহ অন্যান্য কমিটি ও টাস্কফোর্সের প্রতিবেদনের সুপারিশমালা সম্পর্কে রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং জুলাই সনদসহ অন্যান্য সংস্কার কমিশনের ওপর ভিত্তি করে যে সব ইতিবাচক অধ্যাদেশ জারি ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, সেগুলো অব্যাহত রাখা ও বাস্তবায়নের অঙ্গীকার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করতে হবে। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে ঘাটতি রয়েছে এমন অধ্যাদেশসমূহ সংশোধন করার বিষয়ে তাদের অবস্থান কী তাও স্পষ্ট করা জরুরি।’ ড. জামান আরো বলেন, ‘রাজনৈতিক দলগুলো জুলাই গণঅভ্যুত্থান ও কর্তৃত্ববাদী সরকারের আমলে সংঘটিত সকল হত্যাকাণ্ড, অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের সুষ্ঠু তদন্ত ও বিচার কার্যক্রম অব্যাহত রাখবে এবং ভবিষ্যতে এই ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে কার্যকর উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার নির্বাচনী ইশতেহারে উল্লেখ করবে বলে জনগণ আশাবাদী। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও শহীদ পরিবারকে যথাযথ সহায়তা প্রদান এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ বিষয়ে রাজনৈতিক দলগুলোকে তাদের অবস্থান পরিস্কার করতে হবে।’ টিআইবির সুপারিশমালায় সংবিধান সংশোধনের মাধ্যমে একটি সমন্বিত ও কার্যকর ‘দুর্নীতিবিরোধী জাতীয় কৌশলপত্র’ প্রণয়নের প্রস্তাব করা হয়েছে। এই কৌশলপত্রে রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতিবিরোধী দায়িত্ব ও কর্তব্য স্পষ্টভাবে উল্লেখ করে তাদের স্বচ্ছতা, জবাবদিহি ও কার্যকারিতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।  জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদের আলোকে বেসরকারি খাতে ঘুষ লেনদেনকে স্বতন্ত্র অপরাধ হিসেবে আইনের আওতায় আনা, মানি লন্ডারিং বন্ধে মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ব্যবস্থাকে কার্যকর করা, বিএফআইইউ, এনবিআর, বাংলাদেশ ব্যাংক, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, সিআইডি, বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিত করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করা হয়।  একইসঙ্গে ‘কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড’ গ্রহণের মাধ্যমে দেশে-বিদেশে আর্থিক লেনদেনের স্বয়ংক্রিয় তথ্য আদান-প্রদান এবং ব্যক্তিখাতের প্রতিষ্ঠানে মালিকানার স্বচ্ছতা নিশ্চিতে বেনিফিসিয়াল ওনারশিপ ট্রান্সপারেন্সি আইন প্রণয়নের আহ্বান জানায় টিআইবি। পাশাপাশি জনপ্রতিনিধিত্ব ও সরকারি কার্যক্রমে ব্যক্তিস্বার্থ, স্বজনপ্রীতি ও অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে ‘স্বার্থের দ্বন্দ্ব আইন’ প্রণয়নের সুপারিশ করেছে টিআইবি। টিআইবির সুপারিশে রাজনৈতিক ব্যবস্থার সংস্কারের জন্য দলের কমিটি গঠন ও নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে তরুণ প্রজন্ম, নারী, ক্ষুদ্র-নৃ-জাতিগোষ্ঠী, দলিত ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষত, জাতীয় নির্বাচনে এক-তৃতীয়াংশ নারী প্রার্থীর মনোনয়ন এবং বাস্তব অর্থে অন্তর্ভুক্তিমূলক প্রতিনিধিত্বের ব্যবস্থা থাকা প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক সমঝোতা ও সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করার জন্য ‘জিরো-সাম পলিটিকস’ পরিহার করার আহ্বান জানানো হয়েছে।  টিআইবির সুপারিশমালায় রাজনৈতিক দলগুলোকে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং দুর্নীতি ও বৈষম্যমুক্ত উন্নয়ন কৌশল গ্রহণের জন্য উৎসাহিত করা হয়েছে এবং সব সরকারি ক্রয়, উন্নয়ন প্রকল্পে ‘ভ্যালু ফর মানি’ নিশ্চিত করতে আইনি সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।  এছাড়া, শিক্ষা খাতে, একটি স্বাধীন শিক্ষা কমিশন গঠনের পাশাপাশি শিক্ষাক্রমের পর্যালোচনা ও সংস্কারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উন্নয়ন নিশ্চিত করার সুপারিশ করেছে টিআইবি। স্বাস্থ্যখাতে সুশাসন প্রতিষ্ঠার জন্য অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। ব্যাংক ও আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় টিআইবি নিরপেক্ষ, সনামধন্য, স্বার্থের দ্বন্দ্বমুক্ত ও দক্ষ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বাধীন ব্যাংক কমিশন গঠন, রাষ্ট্রায়ত্ত ব্যাংক নিয়ন্ত্রণ ও তদারকিতে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটাতে অর্থ মন্ত্রণালয়ের অধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্তি, ঋণ জালিয়াতি ও প্রতারণাসহ ব্যাংকিং খাতের অনিয়ম-দুর্নীতিতে জড়িত ব্যক্তি, বাংলাদেশ ব্যাংক ও বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা ও পরিচালকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার সুপারিশ করেছে।  একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকসহ সব বাণিজ্যিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা থেকে রাজনৈতিক ও গোষ্ঠীগণ স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তিদের অপসারণ এবং পুঁজিবাজারের অতীত অনিয়ম-দুর্নীতির তদন্ত ও দায়ীদের শাস্তির মাধ্যমে একটি স্বাধীন, স্বচ্ছ ও জবাবদিহিমূলক নিয়ন্ত্রণ কাঠামো গড়ে তোলার আহ্বান জানানো হয়।  জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে, জলবায়ু ক্ষতিপূরণ দাবি করার পাশাপাশি, জলবায়ু তহবিলের স্বচ্ছতা এবং কার্যকর ব্যবস্থাপনা নিশ্চিত করার প্রস্তাব দেওয়া হয়েছে।
গণতন্ত্রের জন্য আপসহীন নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া: সালাহউদ্দিন আহমদ
গণতন্ত্রের জন্য আপসহীন নেতৃত্ব দিয়েছেন বেগম খালেদা জিয়া: সালাহউদ্দিন আহমদ
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৮তম কাউন্সিল অব দি কলেজ সভা অনুষ্ঠিত
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৮তম কাউন্সিল অব দি কলেজ সভা অনুষ্ঠিত
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি
সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
আরব আমিরাতে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী আরও ২৪ বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে : আসিফ নজরুল
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচারপতিদের জন্য অবমাননাকর কনটেন্ট প্রচার করা যাবে না
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও বিচারপতিদের জন্য অবমাননাকর কনটেন্ট প্রচার করা যাবে না
শেখ হাসিনার দুই ব্যাংক লকার থেকে ৯ কেজি ৭০৭ গ্রাম স্বর্ণ উদ্ধার
শেখ হাসিনার দুই ব্যাংক লকার থেকে ৯ কেজি ৭০৭ গ্রাম স্বর্ণ উদ্ধার
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ২৬৭ কোটি টাকা, সূচক কমেছে
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ২৬৭ কোটি টাকা, সূচক কমেছে
ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ ৩৮৭টি কোম্পানির মোট ১০ কোটি ৬ লাখ ৬৬ হাজার ৯০১টি শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যার মোট মূল্য দাঁড়িয়েছে ২৬৭ কোটি ৬৪ লাখ ৫৭ হাজার ৫২৬ টাকা। ডিএসই ব্রড ইন্ডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১৩.৯৩ পয়েন্ট কমে ৪৮৭২.৬৪ পয়েন্টে এবং ডিএস-৩০ মূল্য সূচক ৫.৫১ পয়েন্ট কমে ১৮৮৬.১২ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএস শারীয়াহ সূচক (ডিএসইএস) ৩.৮৮ পয়েন্ট কমে ১০২০.৯০ পয়েন্টে পৌঁছেছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে ১১০টির শেয়ারের দাম বেড়েছে, ২০৯টির দাম কমেছে এবং ৬৮টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০টি কোম্পানি হলো : ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদার্স পিপি, ডিমিনেজ স্টীল, মিডল্যান্ড ব্যাংক, বিডি থাই ফুড, আনোয়ার গ্যালভানাইজিং, সিম টেক্স, তৌফিক ফুড, মেঘনা পেট্রোলিয়াম ও ফাইন ফুডস। দরবৃদ্ধির শীর্ষ ১০টি কোম্পানি হলো : সামিট এলায়েন্স পোর্ট, গ্রীন ডেল্টা মি. ফা., শেফার্ড ইন্ডাস্ট্রিজ, তসরীফাইন্ডাঃ, গোল্ডেনসন, ডিবিএইচ, ইউনিলিভার কনজ্যুমার, এপেক্স স্পিনিং, সার্প ইন্ডাঃ এবং এবিবি ১ম মি. ফা। দরকমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : এফএএস ফাইন্যান্স, কেপিপিএল, বিডি থাই, প্রাইম ফাইন্যান্স, গ্লোবাল হেভি কেমিক্যাল, আনোয়ার গ্যালভানাইজিং, ইনটেক লিমিটেড, ওয়াইম্যাক্স ইলেক্ট্রোড, জিএসপি ফাইন্যান্স ও বিআইএফসি।
নভেম্বর মাসে পিএমআই কমলেও সম্প্রসারণ পর্যায়ে রয়েছে
নভেম্বর মাসে পিএমআই কমলেও সম্প্রসারণ পর্যায়ে রয়েছে
আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন থেকে অব্যাহতি পেল বাংলাদেশ রেলওয়ে
আয়কর রিটার্ন দাখিলের প্রমাণ উপস্থাপন থেকে অব্যাহতি পেল বাংলাদেশ রেলওয়ে
রাজবাড়ীতে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজনৈতিক দলগুলোর অবস্থান পরিষ্কার করে নির্বাচনী ইশতেহার প্রণয়নের দাবি টিআইবি’র
একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট: ভোটগ্রহণের সময় ১ ঘণ্টা বৃদ্ধির সিদ্ধান্ত ইসির
সুদানে ড্রোন হামলায় নাগরিক হত্যার নিন্দা আফ্রিকান ইউনিয়নের
বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নন, দেশের ১৬ কোটি মানুষের নেত্রী : আজিজুল বারী হেলাল
আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ১৮তম কাউন্সিল অব দি কলেজ সভা অনুষ্ঠিত
৮ ডিসেম্বর চাঁদপুরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়
বিএনপি ক্ষমতায় গেলে মুক্তবাজার অর্থনীতির পরিপন্থী নীতিমালা রিভিউ করা হবে: আমীর খসরু
ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন ২৬৭ কোটি টাকা, সূচক কমেছে
নারী রাজনীতিকদের বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা বন্ধের আহ্বান নরওয়ে ও সুইজারল্যান্ডের
বারুদের গন্ধ উপেক্ষা করে কুমিল্লার মানুষ সেদিন মুক্তির আনন্দে মেতেছিল
১০
৮ ডিসেম্বর চাঁদপুরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়
৮ ডিসেম্বর চাঁদপুরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়
আবদুস সালাম আজাদ জুয়েল চাঁদপুর, ৭ ডিসেম্বর ২০২৫ (বাসস): ১৯৭১ সালের ৮ ডিসেম্বর চাঁদপুর পাক হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয়েছিল। এই দিনে সদর থানার সামনে চাঁদপুরের প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাবেক সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার সেদিন জাতীয় পতাকা উত্তোলন করেন।  দীর্ঘ নয় মাসের মুক্তি সংগ্রামে জেলার মুক্তিকামী জনতা এই যুদ্ধে অংশগ্রহণ করে। ১৯৭১ সালের ৭ এপ্রিল চাঁদপুরে পাক হানাদার বাহিনী দুটি প্লেন থেকে সেলিংয়ের মাধ্যমে প্রথম আক্রমণের সূচনা করে। প্রথম দিনেই হামলায় শহরের বাণিজ্যিক এলাকায় পুরান বাজারের এক নারী পথচারী নিহত হন। পর দিন বিকেলে প্রায় ৫ শতাধিক পাকসেনার একটি বহর চাঁদপুরে প্রবেশ করে। শহর থেকে তিন কিলোমিটার দূরে চাঁদপুর সরকারি কারিগরি উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী ক্যাম্প তৈরি করে পাকিস্তানি সেনারা। পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউসকে পাকিস্তানি সেনা অফিসারদের বিশ্রামাগার বানানো হয়। ওই স্কুলের মাঠ থেকে প্রতিদিনের মতো লতুফা বেগম নামে এক বৃদ্ধা গরু-ছাগল নিয়ে বাড়ি যাচ্ছিলেন। এ সময় পাকিস্তানি বাহিনীর সদস্যরা রাতের আহার জোগাড় করার জন্য প্রথম অপারেশন হিসেবে ওই বৃদ্ধাকে গুলি করে হত্যা করে এবং বৃদ্ধার একটি গরু ও একটি ছাগল নিয়ে যায়। এপ্রিল থেকে হানাদার বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের চলে দফায় দফায় গোলাগুলি। পরে গঠন করা হয় শান্তিবাহিনী। তারপর নতুন কায়দায় শান্তি বাহিনী ও পাকিস্তানি বাহিনী বিভিন্ন জায়গায় চালাতে থাকে বর্বর অত্যাচার ও হত্যাযজ্ঞ।  ৮ এপ্রিল রাতেই চাঁদপুরে অবস্থানরত ২ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা বিচ্ছিন্নভাবে হানাদার বাহিনীর ক্যাম্পে হামলা চালায়। পাকিস্তানি হানাদাররাও এলোপাতাড়ি গুলি ছুঁড়ে প্রতিহত করতে থাকে। তখন কয়েকজন মুক্তিযোদ্ধা মারাত্মক আহত হন। ৯ এপ্রিল ভোরে পাকিস্তানি মিলিটারি শহরে ঢুকে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় ইসমাইল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে। একই সঙ্গে তারা শহরের হাসান আলী হাইস্কুলের মোড়ে আপাক ও মাখন নামে দুই যুবককে সাইকেল চালাতে দেখে গুলি করে হত্যা করে। এর পরেই তারা শুরু করে তাদের মূল অপারেশন কার্যক্রম। এ জন্য চাঁদপুর বড় স্টেশন মোলহেড এলাকায় হানাদার বাহিনীর একটি টর্চার সেল করা হয়। এখানে চাঁদপুর রেলপথ, সড়কপথ এবং নৌ-পথে যে সব যাত্রীদের সন্দেহ হয়েছে তাদের ধরে এনে অমানবিক নির্যাতন, হত্যা, ধর্ষণ করা হতো। পরে ওই মরদেহগুলো মেঘনা এবং পদ্মা নদীতে ফেলে দিতো। যার সাক্ষী আজও পদ্মা-মেঘনা নদী বহন করছে। এভাবে ৭ ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের দোসররা কত লোককে হত্যা করেছে তার কোনো সঠিক পরিসংখ্যান নেই। চাঁদপুর জেলায় (তৎকালীন মহকুমা) সর্বশেষ যুদ্ধ সংগঠিত হয়েছিল ৭ ডিসেম্বর লাকসাম ও মুদাফ্ফরগঞ্জ মুক্ত হওয়ার পর। যৌথ বাহিনী হাজীগঞ্জ দিয়ে ৬ ডিসেম্বর চাঁদপুর আসতে থাকলে মুক্তিসেনারা হানাদার বাহিনীকে প্রতিরোধ করে। ভারতীয় গার্ডস রেজিমেন্টের নেতৃত্বে ৩১১তম মাউন্টেন ব্রিগেড ও ইস্টার্ন সেক্টরের মুক্তিযোদ্ধারা যৌথ আক্রমণ চালায়। দিশা না পেয়ে পাকিস্তান ৩৯ অস্থায়ী ডিভিশনের কমান্ডিং অফিসার মেজর জেনারেল রহিম খানের নেতৃত্বে দুটি জাহাজে করে নৌ-পথে ঢাকার উদ্দেশে চাঁদপুর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনীর ট্যাংক ও প্লেনের আক্রমণে নদীতেই পাকসেনাদের চির কবর রচিত হয়। মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে চাঁদপুর পৌরসভা ও জেলা প্রশাসনের উদ্যোগে ২০১৩ সালে বড় স্টেশনে ‘রক্তধারা’ নামে বধ্যভূমি নির্মাণ করা হয়। এর আগে চাঁদপুরের প্রথম শহীদ মুক্তিযোদ্ধা কালাম, খালেক, সুশিল ও শংকরের নামে ট্রাংক রোডে নির্মাণ করা হয় ‘মুক্তি সৌধ’ এবং চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে লেকের ওপর দৃশ্যত ভাসমান মুক্তি স্মৃতিসৌধ ‘অঙ্গীকার’ নির্মাণ করা হয়। চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ জেলায় স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের নামের তালিকা সম্বলিত একটি স্মৃতি ফলক নির্মাণ করা হয়েছে। এছাড়া চাঁদপুর পৌরসভার ৫ রাস্তার মোড়ে পৌরসভার অর্থায়নে নির্মাণ করা হয় ‘শপথ চত্বর’। ১৯৯২ সাল থেকে প্রতি বছর ১ ডিসেম্বর সার্বজনীনভাবে চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে অঙ্গীকারের পাদদেশে মাসব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের স্মৃতিকে স্মরণ ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য এই মেলার আয়োজন হয়ে আসছিল। ২০২৩ সালে স্থান পরিবর্তন করে এই মেলার আয়োজন হয় শহরের আউটার স্টেডিয়ামে। তবে ২০২৪ সাল থেকে মেলা আয়োজন বন্ধ রয়েছে। চাঁদপুর মুক্ত দিবসের আগের ঘটনার বর্ণনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ মাস্টার। তিনি সদর উপজেলার দক্ষিণাঞ্চলে মুক্তিযুদ্ধের নেতৃত্বে ছিলেন। তিনি বর্তমানে শহরের পুরান বাজারে বসবাস করেন। আব্দুল হামিদ মাস্টার বাসসকে বলেন, ৮ ডিসেম্বর সকালে আমাদের সহযোদ্ধা শহীদুল্লাহ ভুঁইয়া, হোসেন ব্যাপারী বহরিয়া বাজারে ছিলাম। ঠিক ওই সময় পাক সেনাদের একটি জাহাজ মেঘনা নদী দিয়ে চাঁদপুরের দিকে যাচ্ছিল। তখন মুক্তিযোদ্ধাদের অবস্থান জানান দিতে আমার হাতে থাকা গ্রেনেড ছুড়ি। তখন আওয়াজ হলে পাকবাহিনী পাল্টা গুলি ছুড়ে। তখন ওয়াপদা সংলগ্ন ওই স্থানে একটি গবাদি পশু এবং এক কিশোরের মৃত্যু হয়। এরপর পাকবাহিনী তিন নদীর মোহনায় আসার পরে মিত্রবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এভাবেই ৮ ডিসেম্বর চাঁদপুর জেলা হানাদারমুক্ত হয়। চাঁদপুর মুক্ত দিবস উপলক্ষে চাঁদপুর জেলা প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে আগামীকাল সকাল ১০টায় শহরের মুক্তিযোদ্ধা সড়কে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘অঙ্গীকার’ পাদদেশে শ্রদ্ধা নিবেদন করা হবে। এছাড়া একই স্থানে বেলুন ও ফেস্টুন ওড়ানো হবে। সবশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হবে। এই কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্টরা অংশ নেবেন। 
বারুদের গন্ধ উপেক্ষা করে কুমিল্লার মানুষ সেদিন মুক্তির আনন্দে মেতেছিল
বারুদের গন্ধ উপেক্ষা করে কুমিল্লার মানুষ সেদিন মুক্তির আনন্দে মেতেছিল
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় শাড়ি ও ওষুধ জব্দ
শিশু সাবা হত্যাকারীদের দ্রুত বিচার নিষ্পত্তি করা হবে : অ্যাটর্নি জেনারেল
শিশু সাবা হত্যাকারীদের দ্রুত বিচার নিষ্পত্তি করা হবে : অ্যাটর্নি জেনারেল
টাঙ্গাইলের মধুপুরে দায়েরকৃত ৮৮টি বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত
টাঙ্গাইলের মধুপুরে দায়েরকৃত ৮৮টি বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত
রামপুরায় মানবতাবিরোধী অপরাধ : ৪ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন
রামপুরায় মানবতাবিরোধী অপরাধ : ৪ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন
১০ জানুয়ারির মধ্যে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনের দাবি লইয়ার্স অ্যালায়েন্সের
১০ জানুয়ারির মধ্যে সুপ্রিম কোর্ট বারের নির্বাচনের দাবি লইয়ার্স অ্যালায়েন্সের
সুদানে ড্রোন হামলায় নাগরিক হত্যার নিন্দা আফ্রিকান ইউনিয়নের
সুদানে ড্রোন হামলায় নাগরিক হত্যার নিন্দা আফ্রিকান ইউনিয়নের
ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সুদানের দক্ষিণাঞ্চলে আধাসামরিক বাহিনীর ড্রোন হামলায় শিশুসহ বহু মানুষের প্রাণহানির ঘটনায় কঠোর সমালোচনা করেছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)।  আদ্দিস আবাবা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। কালোগি প্রশাসনিক ইউনিটের প্রধান ইসাম আল-দিন আল-সাঈদ বলেন, গত বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন কালোগি শহরে তিন দফায় হামলা হয়। প্রথমে একটি কিন্ডারগার্টেনে, এরপর একটি হাসপাতালে এবং তৃতীয়বার যখন মানুষ শিশুদের উদ্ধার করার চেষ্টা করছিল।  তিনি হামলার জন্য অভিযুক্ত করেন র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ও তাদের মিত্র সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থ (এসপিএলএম-এন) গোষ্ঠীকে।  ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক আরএসএফ-এর মধ্যে সংঘাত চলছে, যাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। করদোফানে যোগাযোগ বিচ্ছিন্নতা, সীমিত প্রবেশাধিকার ও চলমান অস্থিরতার কারণে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।  সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ শেয়ার করা এক বিবৃতিতে আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ ইউসুফ বলেন, তিনি এই অঞ্চলে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে দফায় দফায় ও ক্রমবর্ধমান নৃশংসতায় বিস্মিত ও মর্মাহত। বিবৃতিতে আরো বলা হয়, নিরবচ্ছিন্ন বিমান হামলা, ড্রোন হামলা এবং হাসপাতাল-স্কুলসহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোয় হামলার খবরে তিনি গভীরভাবে উদ্বীগ্ন।  ইউসুফ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং ‘অবাধ’ মানবিক সহায়তা প্রবেশের ওপর জোর দেন।
হাসিনা-পুতিনের পুরোনো ভিডিও দিয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত বাংলাফ্যাক্টের
হাসিনা-পুতিনের পুরোনো ভিডিও দিয়ে বিভ্রান্তির অপচেষ্টা শনাক্ত বাংলাফ্যাক্টের
এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়াকে তোলার ছবি এআই নির্মিত : ফ্যাক্টওয়াচ
এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়াকে তোলার ছবি এআই নির্মিত : ফ্যাক্টওয়াচ
ভারতে ট্রাম্পের ছেলের গাড়িবহরের ভিডিও আওয়ামী লীগের বলে অপপ্রচার
ভারতে ট্রাম্পের ছেলের গাড়িবহরের ভিডিও আওয়ামী লীগের বলে অপপ্রচার
‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ পেজ থেকে উদ্দেশ্যমূলক অপতথ্য ছড়ানো শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
‘রুখে দাঁড়াও বাংলাদেশ’ পেজ থেকে উদ্দেশ্যমূলক অপতথ্য ছড়ানো শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট
এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ আরচ্যারী দল
এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে অংশ নিচ্ছে বাংলাদেশ আরচ্যারী দল
৭ম ক্যারম বিশ্বকাপে বাংলাদেশের রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয়
৭ম ক্যারম বিশ্বকাপে বাংলাদেশের রৌপ্য ও ব্রোঞ্জ পদক জয়
বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচী ঘোষণা
বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচী ঘোষণা
ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে এ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া
ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে এ্যাশেজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
রাজবাড়ীতে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
রাজবাড়ীতে আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
আমিরুলের হ্যাটট্রিকে এবার দক্ষিণ কোরিয়াকে হারালো বাংলাদেশ
আমিরুলের হ্যাটট্রিকে এবার দক্ষিণ কোরিয়াকে হারালো বাংলাদেশ

নামাজের ওয়াক্ত শুরু

তারিখ : ০৭ ডিসেম্বর, ২০২৫
চেনা ছকেই জাদু : বছরের শেষ ব্লকবাস্টার হতে পারে ‘অ্যাভাটার ৩’
চেনা ছকেই জাদু : বছরের শেষ ব্লকবাস্টার হতে পারে ‘অ্যাভাটার ৩’
বিজয়ের মাসজুড়ে শিল্পকলা একাডেমিতে যাত্রাপালা প্রদর্শনী
বিজয়ের মাসজুড়ে শিল্পকলা একাডেমিতে যাত্রাপালা প্রদর্শনী
মিস ইউনিভার্স প্রতিযোগিতার মালিকদের বিরুদ্ধে জালিয়াতি ও চোরাচালানের অভিযোগ
মিস ইউনিভার্স প্রতিযোগিতার মালিকদের বিরুদ্ধে জালিয়াতি ও চোরাচালানের অভিযোগ
মিস ইউনিভার্সের সহ-স্বত্বাধিকারীর বিরুদ্ধে থাই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি
মিস ইউনিভার্সের সহ-স্বত্বাধিকারীর বিরুদ্ধে থাই আদালত গ্রেফতারি পরোয়ানা জারি
চবি মেডিকেলকে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : উপাচার্য
চবি মেডিকেলকে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : উপাচার্য
ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১৬
শীতে শিশু ও বয়স্কদের জন্য বাড়তি যত্ন নেওয়ার আহ্বান 
বাংলাদেশের সঙ্গে পর্যটন সম্পর্ক জোরদারে আগ্রহী মালয়েশিয়া: হাইকমিশনার
বাংলাদেশের সঙ্গে পর্যটন সম্পর্ক জোরদারে আগ্রহী মালয়েশিয়া: হাইকমিশনার
কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মোগল আমলের ইদ্রাকপুর দুর্গ
কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পর্যটকদের জন্য জাহাজ চলাচল শুরু
সোনালি ফসলে স্বস্তির হাসি বগুড়ার আমন চাষীদের মুখে
সোনালি ফসলে স্বস্তির হাসি বগুড়ার আমন চাষীদের মুখে
বন সুন্দরি কুল চাষে কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন করেছেন পটুয়াখালীর আবু জাফর
নাটোরে সম্ভাবনাময় ব্রি ধান-১০৩ চাষে সফলতা