হামাসকে ‘প্রতিহত’ করতে প্রস্তুত মধ্যপ্রাচ্যের মিত্ররা : ট্রাম্প
ঢাকা, ২১ অক্টোবর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, হামাস শান্তি চুক্তির শর্তগুলো লঙ্ঘন বন্ধ না করলে, মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো তার অনুরোধে গাজায় সেনা পাঠাতে প্রস্তুত রয়েছে।
এই হুঁশিয়ারি এমন সময় এলো, যখন এর এক দিন আগে ট্রাম্প সতর্ক করে বলেন, ‘হামাস যদি চুক্তি অনুযায়ী আচরণ না করে, তাহলে গোষ্ঠীটিকে ‘সম্পূর্ণ নির্মূল’ করা হবে।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, ‘আমাদের মধ্যপ্রাচ্যের বহু মিত্র এবং এর আশপাশের দেশগুলো আমাকে জানিয়েছে, যদি হামাস তাদের বাজে আচরণ অব্যাহত রাখে, তবে আমার অনুরোধে তারা গাজায় প্রবেশ করে শক্ত হাতে হামাসকে ‘দমন’ করতে আগ্রহী।’
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রেসিডেন্টের দুই বিশেষ দূতকে সঙ্গে নিয়ে ইসরাইল সফর করছেন।
তারা যখন গাজায় নড়বড়ে হয়ে পড়া যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, ঠিক এমন সময় ট্রাম্প এ মন্তব্য করেন।
ট্রাম্প জানান, তিনি ইসরাইল ও ওইসব মিত্র দেশকে বলেছেন, ‘এখন নয়!’
তিনি আরও সতর্ক করে বলেন, ‘এখনও আশা আছে, হামাস সঠিক কাজটি করবে। তবে যদি তারা না করে, তাহলে দ্রুত, প্রচণ্ড ও নির্মমভাবে হামাসের পতন হবে।’