ঢাকার ১৩টি আসনে মনোনয়নপত্রের বৈধতা পেলেন যারা
ঢাকা, ৩ জানুয়ারি, ২০২৬ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ১৩টি আসনে যাচাই-বাছাই শেষে ১১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
হলফনামায় ত্রুটি, ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল ও ঋণখেলাপিসহ বিভিন্ন কারণে ৫৪ জনের মনোনয়নপত্র বাতিল এবং একজনের স্থগিত করা হয়েছে।
আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে পাঠানো এক প্রতিবেদন তালিকায় এ তথ্য জানানো হয়।
তালিকায় আসনভিত্তিক বৈধ ও বাতিল প্রার্থীদের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
ঢাকা-৪: এ আসনে বৈধ প্রার্থীরা হলেন, জনতার দলের মো. আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলনের সৈয়দ মো. মোসাদ্দেক বিল্লাহ, বিএনপির তানভীর আহমেদ, মুক্তিজোটের সালেহ আহম্মেদ সোহেল, বাসদের মো. জাকির হোসেন এবং জামায়াতে ইসলামীর সৈয়দ জয়নুল আবেদীন। এ আসনে সিপিবির (বাংলাদেশের কমিউনিস্ট পার্টি) মোহাম্মদ ফিরোজ আলম এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ঢাকা-৫: বৈধ প্রার্থীরা হলেন, বাসদের (মার্কসবাদী) শাহিনুর আক্তার সুমি, জামায়াতে ইসলামীর মোহাম্মদ কামাল হোসেন, বিএনপির মো. নবী উল্লা, বাংলাদেশ কংগ্রেসের মো. সাইফুল আলম, জাতীয় নাগরিক পার্টির এস এম শাহরিয়া, খেলাফত আন্দোলনের মো. আতিকুর রহমান, গণঅধিকার পরিষদের সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, মুক্তিজোটের মো. তাইফুর রহমান রাহী, ইসলামী আন্দোলনের মো. ইবরাহীম, এলডিপির মো. হুমায়ূন কবির, জাতীয় পার্টির মীর আব্দুস সবুর, নেজামে ইসলাম পার্টির মোখলেসুর রহমান কাছেমী, এবি পার্টির মো. লুৎফুর রহমান এবং লেবার পার্টির মো. গোলাম আযম। এ আসনে সিপিবির তোফাজ্জল হোসেন মোস্তফা এবং স্বতন্ত্র প্রার্থী মো. রাশেদুল ইসলামের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ঢাকা-৬: এ আসনে বিএনপির ইশরাক হোসেন, জামায়াতে ইসলামীর মো. আব্দুল মান্নান, গণঅধিকার পরিষদের (জিওপি) মো. ফখরুল ইসলাম, জাতীয় পার্টির আমির উদ্দিন আহমেদ (ডালু) এবং গণফ্রন্টের আহম্মেদ আলী শেখের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে ১ শতাংশ ভোটারের তথ্যে গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী মো. হুসাইনুজ্জামান এবং যথাযথ দলীয় মনোনয়ন না থাকায় বাংলাদেশ মুসলিম লীগের মো. আকতার হোসেনের প্রার্থিতা বাতিল হয়েছে।
ঢাকা-৭: এ আসনে বিএনপির হামিদুর রহমান, জামায়াতে ইসলামীর মো. এনায়েত উল্লা, ইসলামী আন্দোলনের মো. আবদুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ সাইফুদ্দিন আহমেদ মিলন, বাসদের (মার্কসবাদী) সীমা দত্ত, নাগরিক পার্টির তারেক আহম্মেদ আদেল, বাংলাদেশ রিপাবলিকান পার্টির শফিকুর রহমান, জাসদের শাহানা সেলিমসহ ১০ জনের মনোনয়নপত্র গৃহীত হয়েছে। তাছাড়া স্বতন্ত্র প্রার্থী মীর নেওয়াজ আলীসহ মোট পাঁচ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ঢাকা-৮: বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন, বিএনপির মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, জাতীয় নাগরিক পার্টির মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী, জাসদের এ এফ এম ইসমাইল চৌধুরী, জাতীয় পার্টির মো. জুবের আলম খান, মুক্তিজোটের মো. রাসেল কবির, বাসদের (মার্কসবাদী) এ এইচ এম রাফিকুজ্জামান আকন্দ, ইসলামী আন্দোলনের কেফায়েত উল্লা ও গণঅধিকার পরিষদের (জিওপি) মেঘনা আলম। সিপিবির ত্রিদ্বীপ কুমার সাহাসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ঢাকা-৯: এ আসনে বৈধ প্রার্থী হলেন বিএনপির হাবিবুর রশিদ, জামায়াতে ইসলামীর কবির আহমদ, ইসলামী আন্দোলনের শাহ ইফতেখার আহসান, বিএনএফের মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী, এনপিপির শাহীন খান, বাসদের (মার্কসবাদী) খন্দকার মিজানুর রহমান, জাতীয় পার্টির কাজী আবুল খায়ের, গণফোরামের নাজমা আক্তার, খেলাফত মজলিসের মো. ফয়েজ বখশ সরকার, এনসিপির মোহাম্মদ জাবেদ মিয়া ও ইনসানিয়াত বিপ্লবের নাহিদ হাসান চৌধুরী। তাছাড়া এই আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারাসহ মোট তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ঢাকা-১০: বৈধ ঘোষিত প্রার্থীর মধ্যে বিএনপির শেখ রবিউল আলম, জাতীয় পার্টির বহ্নি বেপারী, লেবার পার্টির আবুল কালাম আজাদ, এবি পার্টির নাসরীন সুলতানা, মুক্তিজোটের মো. আনিছুর রহমান, রিপাবলিকান পার্টির মো. আবু হানিফ হৃদয়, ইসলামী আন্দোলনের মো. আঃ আউয়ালসহ মোট নয়জন প্রার্থী রয়েছেন। এ আসনে জামায়াতে ইসলামীর মো. জসীম উদ্দীন সরকার, খেলাফত মজলিসের আহমদ আলীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
ঢাকা-১১: এ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুম, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মো. নাহিদ ইসলাম, গণফোরামের মো. আবদুল কাদেরসহ নয়জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। জাতীয় পার্টির এস এম আমিনুল হক সেলিমসহ দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ঢাকা-১২: বৈধ প্রার্থীদের মধ্যে জামায়াতে ইসলামীর মো. সাইফুল আলম, স্বতন্ত্র সাইফুল আলম নীরব, গণঅধিকার পরিষদের আবুল বাশার চৌধুরী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতির তাসলিমা আখতার, আমজনতার দল মো. তারেক রহমান, ইনসানিয়াত বিপ্লবের মোসা. সালমা আক্তার ও মুক্তিজোটের মুনতাসির মাহমুদসহ ১১ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। এ আসনে জাতীয় পার্টির সরকার মোহাম্মদ সালাউদ্দিন ও ইসলামী আন্দোলনের মাহামুদুল হাসানসহ সাতজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ঢাকা-১৪: এ আসনে বিএনপির সানজিদা ইসলাম, জামায়াতে ইসলামীর মীর আহমাদ বিন কাসেম, ইসলামী আন্দোলনের মো. আবু ইউসুফ, বিএসপির মো. ওসমান আলী, জাতীয় পার্টির মো. হেলাল উদ্দীন, গণফোরামের মো. জসিম উদ্দিন, এলডিপির মো. সোহেল রানা, এবি পার্টির মোহাম্মদ মনিরুজ্জামান ও জাসদের নুরুল আমিনসহ নয়জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে। বাতিল হয়েছে চারজনের মনোনয়নপত্র।
ঢাকা-১৬: বৈধ প্রার্থীরা হলেন বিএনপির মো. আমিনুল হক, জামায়াতে ইসলামীর মো. আব্দুল বাতেন, এনপিপির মো. তরিকুল ইসলাম, বিজেপির মো. নাজমুল হক, গণঅধিকার পরিষদের (জিওপি) মো. মামুন হোসেন, বাসদের (মার্কসবাদী) মো. রাশিদুল ইসলাম, ইসলামী আন্দোলনের মো. সাইফুল ইসলাম, জাতীয় পার্টির মো. সুলতান আহম্মেদ সেলিম, খেলাফত মজলিসের মো. রিফাত হোসেন মালিক এবং খেলাফত আন্দোলনের মোহাম্মদ তৌহিদুজ্জামান। এ আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
ঢাকা-১৭: এ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর ডা. এস এম. খালিদুজ্জামান, কংগ্রেসের মো. শামীম আহমদ, বিএনএফের এস এম আবুল কালাম আজাদ, খেলাফত মজলিসের মো. এমদাদুল হক, ইসলামী আন্দোলনের মোহাম্মদ উল্লাহ, জাতীয় পার্টির আতিক আহমেদ, ইনসানিয়াতের মঞ্জুর হুমায়ুনসহ ১০ জনের মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। বাতিল হয়েছে সাতজনের মনোনয়নপত্র।
ঢাকা-১৮: এ আসনে সর্বোচ্চ নয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, ইসলামী ফ্রন্টের মো. জসিম উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির আরিফুল ইসলাম, গণসংহতি আন্দোলনের বিলকিস নাসিমা রহমান এবং খেলাফত মজলিসের সাইফ উদ্দিন আহমদ খন্দকারসহ মোট সাতজন। তাছাড়া এ আসনে জামায়াতে ইসলামীর মুহাম্মদ আশরাফুল হকের মনোনয়নপত্রটি স্থগিত রাখা হয়েছে।