শিরোনাম

বাগেরহাট, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলায় আজ সুন্দরবনে পাঁচশ’ মিটার দীর্ঘ মালা ফাঁদ অপসারণ ও পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এসময় ফাঁদে আটকে পড়া একটি জীবিত হরিণকে উদ্ধার করে অবমুক্ত করা হয়।
আজ শুক্রবার সুন্দরবনে চরাপুটিয়া এলাকায় বন বিভাগের অভিযানকালে এসব ফাঁদ ধ্বংস করা হয়।
পূর্ব সুন্দরবন বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানকালে বন বিভাগের কর্মিরা সুন্দরবনের ঘাগড়ামারি অধিক্ষেত্রের জঙ্গল থেকে আরও ৬৭টি সিটকা ফাঁদ উদ্ধার ও অপসারণ করেছেন।
মো. রেজাউল করিম চৌধুরী জানান, সুন্দরবনে হরিণ শিকার রোধে বন বিভাগের কর্মীরা প্রায় প্রতিদিনই নিজ নিজ অধিক্ষেত্রে ঝুঁকিপূর্ণ ‘ফুট প্যাট্রোল’ পরিচালনা করছেন। ‘প্যারালাল লাইন সার্চিং’ পদ্ধতিতে তারা নিয়মিত হরিণের ফাঁদ উদ্ধার ও অপসারণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।