বাসস
  ১৯ জানুয়ারি ২০২৬, ১৭:০১

বাগেরহাটে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

ছবি : বাসস

বাগেরহাট, ১৯ জানুয়ারি ২০২৬ (বাসস) : মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও স্বনির্ভর বাংলার রূপকার বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাগেরহাট জেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার দুপুর ১২টায় খুলনা মহাসড়কে অবস্থিত বিএনপির বাগেরহাট সদর ২ আসনের প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনের বাসভবনের হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট সদর-২ আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য শেখ মুজিবুর রহমান, বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, যুগ্ম সচিব খাদেম নেয়ামুল নাসির আলাপ ও শমসের আলী মোহন। 

এসময় উপস্থিত ছিলেন বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলি রবি, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম জুয়েল এবং সাবেক আহ্বায়ক এসকেন্দার হোসেনসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা এবং দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। 

তাঁরা আরো বলেন, জিয়াউর রহমানের আদর্শ ও দর্শনই আজকের বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতির প্রধান প্রেরণা।

সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রেখে বাংলাদেশকে একটি শক্তিশালী ও সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চল হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদাশীল অবস্থানে পৌঁছানোর প্রার্থনাও করা হয়।