বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ১৭:৪৯

চট্টগ্রামে ‘অতি বিপন্ন’ সাম্বার হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

ছবি : বাসস

চট্টগ্রাম, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের (বিএফআইডিসি) চট্টগ্রামের রাউজান উপজেলার হলদিয়া রাবার বাগানে স্থানীয় শিকারিদের কবল থেকে আহতাবস্থায় একটি ‘অতি বিপন্ন’ সাম্বার হরিণ উদ্ধার করা হয়েছে। 

পরে বন বিভাগের পরামর্শে হরিণটিকে বাগান কর্তৃপক্ষের নিবিড় তত্ত্বাবধানে দুই দিন রাখার পর প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

আজ রোববার বিকেলে সাম্বার হরিণটিকে বনে অবমুক্ত করা হয়েছে জানিয়ে হলদিয়া রাবার বাগানের ব্যবস্থাপক রবিউর রহমান বলেন, ‘গত শুক্রবার বিকেলে একদল সাম্বার হরিণ বাগান এলাকায় পানি পান করতে এলে স্থানীয় শিকারিরা সেগুলোকে ধরার চেষ্টা চালায়।’
 
তিনি আরো জানান, শিকারিরা একপর্যায়ে মাঝারি বয়সের একটি হরিণ ধরে ফেলে। খবর পেয়ে আমরা সেটিকে তাদের কবল থেকে উদ্ধার করি। শিকারিদের ধাওয়ায় হরিণটি সামান্য আহত হয়। সেটিকে নিজেদের পর্যবেক্ষণে রেখে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

চট্টগ্রাম বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্য বলেন, ‘রাবার বাগান এবং এর আশেপাশের এলাকায় একদল সাম্বার হরিণ বিচরণ করে। উদ্ধার হওয়া হরিণটিকে যদি সাফারি পার্কে পাঠানো হতো, তবে সেটি তার সঙ্গীদের থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। এতে তার বেঁচে থাকার সম্ভাবনা অনেকটা কমে যেত। এ কারণেই আমরা হরিণটিকে তার নিজস্ব প্রাকৃতিক আবাসে ফিরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছি বাগান কর্তৃপক্ষকে।’