শিরোনাম

বাগেরহাট, ৩০ জানুয়ারি, ২০২৬ (বাসস): আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট-৩ আসনে বিএনপি প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিনভর ও রাতে মোংলা উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্লা সফরুল হায়দার সুনজনের নেতৃত্বে মোংলা উপজেলার খান জাহান আলী বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৪ নম্বর মিঠাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা সেলিম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলম ফকির, ৪ নম্বর মিঠাখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোল্লা শোভন, মহিলা দলের নেত্রী নার্গিস বেগম ও রুমা বেগমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগকালে নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।