শিরোনাম

বাগেরহাট, ১৬ জানুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচন আচরণবিধি বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার চিতলমারীতে প্রশাসনের উদ্যোগে গণভোটের প্রচার কার্যক্রম এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে চিতলমারী বাজার সংলগ্ন শহীদ মিনার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন, চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন, চিতলমারী সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায় এবং চিতলমারী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সানজিদ।
এ সময় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং হ্যাঁ ও না ভোট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা দেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন আচরণবিধি মেনে চলা, অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকা এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় নির্বাচন পূর্ববর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, গুজব প্রতিরোধ, ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের বিষয়সহ সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত প্রশাসনিক কর্মকর্তারা জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন সম্মিলিতভাবে কাজ করছে।
স্থানীয় জনগণ সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত ও প্রশ্ন তুলে ধরেন।