বাসস
  ৩০ জানুয়ারি ২০২৬, ১৩:৩৪

মাদকমুক্ত বাগেরহাট গড়ার অঙ্গীকার বিএনপি প্রার্থী ব্যারিস্টার জাকিরের

ছবি: বাসস

বাগেরহাট, ৩০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক বাগেরহাট গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাগেরহাট-২ আসনের বিএনপি প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। 

গতকাল বৃহস্পতিবার রাতে তার বাসভবনে বাগেরহাট, কচুয়া ও চুলকাঠিতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার জাকির বলেন, বাগেরহাটের মানুষ দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের ভয়াবহ আগ্রাসনের শিকার। নির্বাচিত হলে আইন ও ন্যায়ভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে এসব অপশক্তির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, বাগেরহাটের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনসমূহ—বিশেষ করে খানজাহান আলির স্মৃতিবিজড়িত স্থাপনাগুলো বিশ্বদরবারে তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখা হবে। পাশাপাশি খানজাহান আলি বিমানবন্দর বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ও অর্থনৈতিক সম্ভাবনা নতুন মাত্রা পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আইনজীবী হিসেবে নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে ব্যারিস্টার জাকির বলেন, সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলে আইন প্রণয়নের ক্ষেত্রে আমার নিজস্ব চিন্তাধারা ও পেশাগত দক্ষতার প্রতিফলন ঘটিয়ে জনস্বার্থে কার্যকর আইন প্রণয়নে মুখ্য ভূমিকা পালন করবো।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি শেখ আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম লিটন, সাংবাদিক আজাদ রুহুল আমিন, খানজাহান পত্রিকার সম্পাদক শেখ আবু সাঈদসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।