বাসস
  ০২ জানুয়ারি ২০২৬, ১৫:৩২

নাটোরে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতের জন্য বিশেষ দোয়া  

ছবি: বাসস

নাটোর, ২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে রাষ্ট্রীয় শোক পালনের কর্মসূচী হিসেবে তাঁর রুহের মাগফেরাতের জন্য আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে জেলার সকল মসজিদে বিশেষ দোয়া পরিচালনা করা হয়েছে। 

নাটোর কেন্দ্রীয় জামে মসজিদের মোনাজাতে বিশেষ দোয়া পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি মাওলানা মাসুদুর রহমান। মোনাজাতে খতিব বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে গেছেন। মহান আল্লাহ যেন তাঁকে বেহেশতের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তাঁর সন্তানসহ পরিবারের সকল সদস্য ও দেশবাসীকে ধৈর্য্য ধারণ করার তৌফিক দান করেন।

জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুর রাকিব, নাটোর শহরের প্রাচীন আলাইপুর মারকাজ জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা মফিজুর রহমান।

ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. রিয়াজুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে সকল মসজিদে বিশেষ দোয়া পরিচালনার জন্যে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে। 

এই প্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের নির্দেশনায় জেলার প্রায় সাড়ে তিন হাজার মসজিদে জুম্মার নামাজ শেষে বিশেষ দোয়া পরিচালনার অনুরোধ জানানো হয়।

এছাড়া আজ রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিনে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।