বাসস
  ৩০ জানুয়ারি ২০২৬, ১১:৪২
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ১১:৪৮

নাটোরে বিএনপি প্রার্থী দুলুর নির্বাচনী ইশতেহার ঘোষণা

ছবি: বাসস

নাটোর, ৩০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনে বিএনপি প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

আজ শুক্রবার সকাল নয়টায় বিএনপি’র জেলা কার্যালয়ে জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে নাটোর ও নলডাঙ্গা উপজেলার উন্নয়ন প্রতিশ্রুতির দশ দফা ভিত্তিক এই ইশতেহার প্রদান করেন তিনি।

ইশতেহার ঘোষণাকালে দুলু বলেন, প্রতিহিংসা নয় উন্নয়ন প্রতিযোগিতার রাজনীতিতে বিশ্বাস করি আমি। 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রদত্ত ৩১ দফার আলোকে নাটোর ও নলডাঙ্গার সার্বিক উন্নয়নে তথা শান্তির জনপদ গড়ে তুলতে চাই। বিগত তিন বারের সংসদ সদস্য ও মন্ত্রী হিসেবে অভিজ্ঞতার আলোকে কাজ করতে চাই। ইশতেহার বাস্তবায়নে স্থানীয় জনগণের মতামত গ্রহণ এবং অগ্রগতি তুলে ধরে জবাবদিহিতা নিশ্চিত করতে চাই।

উপস্থাপিত ইশতেহারে বীর মুক্তিযোদ্ধা এবং জুলাই যোদ্ধাদের যথাযথ সম্মান প্রদান ও পুনর্বাসন, নাটোর চিনিকলের আধুনিকায়ন ও ইপিজেড প্রতিষ্ঠা করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, শিক্ষার উন্নয়নে কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, স্বাস্থ্য উন্নয়নে সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, বার্ন ইউনিট চালু করা, ট্রমা সেন্টার প্রতিষ্ঠা করা, কৃষি ক্ষেত্রে গুড় ও পানের নিরাপদ উৎপাদন ও রপ্তানী এবং এগ্রিকালচার এক্সপোর্ট প্রসেসিং জোন প্রতিষ্ঠার কথা বলা হয়।

এছাড়া নাটোর-নলডাঙ্গা সড়ক চারলেনে উন্নীত, শহরে নতুন বাইপাস, ফ্লাইওভার ও ওভারপাস নির্মাণ, নাটোর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, রাণী ভবানী রাজবাড়ি, উত্তরা গণভবন এবং মিনি কক্সবাজার খ্যাত পাটুলের সংস্কার, ইকো রিসোর্ট স্থাপন করে পর্যটন কেন্দ্র গড়ে তোলা, সর্বোপরি নাটোর ও নলডাঙ্গা পৌরসভাকে গ্রিন ও ক্লিন সিটিতে রূপান্তরের প্রতিশ্রুতির কথা বলা হয়।