বাসস
  ১৫ জানুয়ারি ২০২৬, ১৮:২৭

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি : বদিউল আলম মজুমদার

ড. বদিউল আলম মজুমদার। ফাইল ছবি

রাজশাহী, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন এখন সবচেয়ে বেশি প্রয়োজন।

তিনি বলেন, বর্তমান রাজনৈতিক ও নির্বাচনী পরিবেশকে ভোটার বান্ধব করতে মৌলিক সংস্কার অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

আজ বৃহস্পতিবার রাজশাহীতে জেলা ও মহানগর সুজন আয়োজিত এক বিভাগীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. বদিউল আলম।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে কালো টাকা ও পেশিশক্তি ব্যবহার থেকে বিরত থাকতে হবে, যাতে নির্বাচনী মাঠ পরিচ্ছন্ন ও সহনশীল হয়।

সুজন সম্পাদক আরও বলেন, নির্বাচন কমিশনে (ইসি) সংস্কার এখন সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে, কারণ পূর্ববর্তী কমিশনের সদস্যরা দায়িত্ব নিরপেক্ষভাবে পালন না করে বরং ক্ষমতাসীন দলের সহযোগী হয়ে উঠেছিলেন। এর ফলে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি আরও বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয় এবং প্রতিশোধপরায়ণ রাজনীতির মধ্য দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পথ সুগম করা হয়। এর ফলেই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।