বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ১৮:৫৫

রাজশাহীতে বিএনপি প্রার্থী মিনুর গণসংযোগ

ছবি : বাসস

রাজশাহী, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজশাহী-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনুর গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার বেলা ১১টা থেকে মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ডের ছোট বটতলা থেকে তিনি এ কর্মসূচি শুরু করেন। 

দুপুর পর্যন্ত ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লা, গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকায় এ গণসংযোগ চালানো হয়। এ সময় এমপি প্রার্থী মিনুর সঙ্গে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

গণসংযোগকালে প্রার্থী মিনু সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে বিএনপি কাজ করছে।

তিনি আরও বলেন, রাজশাহী মহানগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে হলে জনপ্রতিনিধিদের জনগণের পাশে থাকতে হবে। আমি নির্বাচিত হলে ২৭ নং ওয়ার্ডকে একটি আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করবো।

গণসংযোগে অংশ নেওয়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জানান, মিনু দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। তাই সাধারণ মানুষের মধ্যে তাকে ঘিরে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

এ সময় ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। গণসংযোগ চলাকালে স্থানীয় বাসিন্দারাও প্রার্থীকে শুভেচ্ছা জানান এবং ভোটের মাধ্যমে পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

স্থানীয় এক ভোটার বলেন, আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই যিনি কথা বলবেন না, কাজ করবেন। মিনুকে আমরা কাছ থেকে চিনি, তাই তার প্রতি আমাদের আস্থা আছে।

গণসংযোগ শেষে নেতাকর্মীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে প্রার্থী মিনু সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং আগামী দিনে গণতান্ত্রিক আন্দোলন জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।
আরও উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, রাজশাহী মহানগর বিএনপির সহসভাপতি এড. ওয়ালিউল হক রানা, জিয়া পরিষদ নেতা প্রফেসর আখতার হোসেন, মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, বোয়ালিয়া থানা বিএনপির (পূর্ব) সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম। 

এছাড়া ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রবিউল ইসলাম রবি, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপি পুর্বের সভাপতি কমল, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপি পশ্চিমের সভাপতি আক্তার, সাধারণ সম্পাদক রুবেলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।