বাসস
  ১১ মার্চ ২০২৪, ১৯:২১

কামরুল চৌধুরীর লেখা ‘বঙ্গমাতা’ গানের আনুষ্ঠানিক রিলিজ

ঢাকা, ১১ মার্চ, ২০২৪ (বাসস): জাতির পিতা শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের উপর বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পরিচালক ও যুগ্মসচিব কবি মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরীর লেখা ‘বঙ্গমাতা’ গানের আনুষ্ঠানিক রিলিজ হয়েছে।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে মিরর ওয়ার্ল্ড আয়োজিত বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ৩২ জন নারীকে ‘ইন্সপাইরেশনাল এ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানের শুরুতে গানটি বাজিয়ে আনুষ্ঠানিকভাবে রিলিজ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি। অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে। 
‘বঙ্গমাতা’ গানটি সুর করেছেন গুণী শিল্পী তানিম হায়াত খান রাজিত এবং কন্ঠ দিয়েছেন যৌথভাবে শিল্পী রাবেয়া বসরী ও রাজিত। সঙ্গীতে ছিলেন সজীব দাস আর ভিডিও এডিটিং করেছেন খোকন কর্মকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়