বাসস
  ২৮ এপ্রিল ২০২৪, ১১:১৬

সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ

ঢাকা, ২৮ এপ্রিল, ২০২৪ (বাসস): করোনা মহামারিতে প্রয়াত সাংবাদিক হুমায়ুন কবীর খোকনের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ।
করোনা আক্রান্ত হওয়ার পর রাজধানীর একটি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ২৮ এপ্রিল রাতে তার মৃত্যু হয়। তিনি দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক ও প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে তিনি দৈনিক আমাদের সময়, মানবজমিনসহ বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। এ ছাড়া কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা (সিজেএফডি) এর সভাপতি হুমায়ুন কবীর খোকন ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন।
তার স্ত্রী লেখক শারমিন সুলতানা রীনা জানান, হুমায়ুন কবীর খোকনের স্মৃতি রক্ষার্থে তিনি ‘সাংবাদিক খোকন ফাউন্ডেশন’ গড়ে তুলেছেন। তার সহকর্মী আহমেদ ইসমাম ও সাব্বির আহমেদের উদ্যোগে ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে ‘বইঘর’ নামে একটি পাঠাগারও পরিচালিত হচ্ছে।
কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি মো. সাজ্জাদ হোসেন এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন প্রয়াত হুমায়ুন কবীর খোকনের আত্মার মাগফেরাত কামনা করে সকলের দোয়া চেয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়