বাসস
  ০২ জানুয়ারি ২০২৬, ১৭:৫০

বাগেরহাটে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল 

ছবি: বাসস

বাগেরহাট, ২ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার জুমার নামাজের পর বাগেরহাট জেলা ছাত্রদলের উদ্যোগে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মিলাদ মাহফিল ও দোয়া পরিচালক করেন মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ সবুজ।

এসময় জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ শেখ আল মামুন, শামীম মুন্সী, ইমন শেখ, সৈকত হোসেন তালেব, রিজভী শেখ, শাওন শেখ, শেখ মনিসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়। 

এছাড়াও শুক্রবার বিএনপি ও তার সহযোগী সংগঠনের উদ্যোগে জুমার নামাজের পর জেলার কেবি বাজার মসজিদ, ফলপট্টি মসজিদ, কোর্ট জামে মসজিদ, খারদ্বার ফরিয়াদ মসজিদ সহ বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

এসব কর্মসূচিতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সর্বস্তরের মুসল্লিরা অংশগ্রহণ করেন।