বাসস
  ২৪ জানুয়ারি ২০২৬, ১৯:০২

বগুড়ায় কোকোর মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

ছবি : বাসস

বগুড়া, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস): শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র এবং বিএনপির চেয়ারম্যন তারেক রহমানের ছোট ভাই বিশিষ্ট ক্রিড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকীতে জেলায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বাদ-আসর বায়তুর রহমান সেন্ট্রল মসজিদে পরিবারের আয়োজনে এ দোয়া মাহফিল হয়। 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক মেয়র এ্যাড. মাহবুবর রহমান, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এ্যড. সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল,পরিবারের পক্ষে ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগীয় সমন্বয়ক কালাম আজাদ, সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু।

দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে খাবার বিতরন করা হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম মাও. আব্দুল্লাহ।