বাসস
  ২৭ জানুয়ারি ২০২৬, ১৭:৫১

কুমিল্লায় খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

ছবি : বাসস

কুমিল্লা, ২৭ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে হোচ্ছামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা নগরীর, ১২ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা- ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক রাজিউর রহমান রাজীব, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়া, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আতাউর রহমান, যুবদল নেতা মহিউদ্দিন হোসেন ও সাইফুল ইসলাম রনি প্রমুখ।

মাহফিলে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া পূর্ববর্তী সংক্ষিপ্ত বক্তব্যে মনিরুল হক চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন এদেশের মুক্তিকামী জনগণের নেত্রী। তিনি কখনো জালিমের সাথে আপোষ করেননি।

বেগম খালেদা জিয়ার এ ইস্পাত কঠিন দৃঢ়চেতা নেতৃত্বের অনুপ্রেরণা থেকে আগামীতে বিএনপি দেশের নেতৃত্ব দিবে।

এ সময় তারেক রহমান ও জিয়া পরিবারের জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।