শিরোনাম

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের উদ্যোগে নারী শিক্ষা ও নারীর ক্ষমতায়নে বেগম খালেদা জিয়ার অবদান শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
উইমেন এন্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন ড. সাবিহা ইয়াসমিন রোজীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিশেষ অতিথি এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সমাপনী সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালন করেন প্রভাষক আতিয়া সানজিদা সুষমা।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের উপর একটি নির্মোহ একাডেমিক মূল্যায়ন করতে চাই। বেগম খালেদা জিয়াকে শুধু একজন রাজনৈতিক নেতা কিংবা একটি নির্দিষ্ট দলীয় নেতার বলয় থেকে আমরা আরও বড় পরিসরে দেখতে চাই। কারণ এদেশের সাধারণ মানুষ দল ও মতের ঊর্ধ্বে উঠে তাকে গভীরভাবে ভালোবাসে ও সম্মান করে।
অধ্যাপক ড. সায়মা হক বিদিশা জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বলেন, দারিদ্র বিমোচন, এসিড সন্ত্রাস নির্মূল, পোশাক শিল্পের উন্নয়ন ও বিকাশ, নারী শিক্ষার উন্নয়ন, নারীর ক্ষমতায়নসহ দেশের সার্বিক আর্থ-সামাজিক উন্নয়নে তিনি অনন্য ভূমিকা রেখে গেছেন। তার আদর্শ অনুসরণ করে আমাদের সামনে এগিয়ে যেতে হবে।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিভিন্ন ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার অবদান নিয়ে একাডেমিক গবেষণা পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি রিসার্চ সেন্টার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন।