বাসস
  ১৪ জানুয়ারি ২০২৬, ১৭:৩৪

রাজবাড়ীতে অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ

ছবি : বাসস

রাজবাড়ী, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজবাড়ীতে দরিদ্র ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির জেলা শাখার উদ্যোগে তাদের কার্যালয়ে আজ বুধবার বিকেলে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) তারিফ উল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক (অব:) মঞ্জুরুল আলম দুলাল, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ সংগঠনের কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসা প্রয়োজন।

জেলা রেডক্রিসেন্ট কার্যালয় সূত্র জানায়, শীতার্ত মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদান চলমান রয়েছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলা প্রশাসক সুলতানা আক্তার রাজবাড়ী সদরের রেল স্টেশন, উড়াকান্দা নদীর তীরবর্তী এলাকা, গোয়ালন্দ ও বসন্তপুরের ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল বিতরণ করছেন।

এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে পাঁচটি উপজেলায় পাঁচ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রতিটি উপজেলায় শীতবস্ত্র বিতরণের জন্য ছয় লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।