শিরোনাম

রাঙ্গামাটি, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার বাঘাইছড়িতে পাঁচ শতাধিক অসহায় পরিবারের মধ্যে কম্বল বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে সেনাবাহিনী।
বাংলাদেশ সেনাবাহিনী ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড পরিচালিত মাঝিপাড়া প্রকল্প ক্যাম্প (২০ ইসিবি) আজ বৃহস্পতিবার দুপুরে মিলনপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করে।
২০ ইসিবি আয়োজিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদ, ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শামছুল আলম (শাসম)।
এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সড়ক পরিবহন উইং এর উপ-প্রধান শারমিন আক্তার, উপ-প্রধান (সংযুক্ত) নাসরীন সুলতানা, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ওয়াসিকুল ইসলাম, ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড পিডি (সীমান্ত সড়ক প্রকল্প) কর্নেল তানিম শাহরিয়ার, ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড স্টাফ অফিসার-১ (পরিকল্পনা) লেফটেন্যান্ট কর্নেল আবু খালেদ আল-মামুন প্রমুখ।