শিরোনাম

রাজবাড়ী, ১৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : রাজবাড়ীর পাংশা উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
গতকাল বুধবার রাত ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে পাংশা পশ্চিম কুড়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিরাজ কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে ও সজীব একই গ্রামের সাঈদুল ইসলামের ছেলে। তারা দুজনই যুবক।
তথ্য নিশ্চিত করে পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মমিনুল ইসলাম জানান, পাম্পের দিক দিয়ে মোটরসাইকেল নিয়ে দুইজন পাংশা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে তাদের মোটরসাইকেল টিকে একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সজীবের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর আরোহী মিরাজকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মো. রোকনুজ্জামান মৃত ঘোষণা করেন।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, ঘটনাস্থলে গিয়েছি। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।