বাসস
  ২৬ ডিসেম্বর ২০২৫, ১৩:১৭

নড়াইলে শীতবস্ত্র বিতরণ

ছবি: বাসস

নড়াইল, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলার পক্ষ থেকে শতাধিক অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় আঞ্জুমান মুফিদুলের জেলা কার্যালয়ে অসহায়দের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

নড়াইল পৌরসভার সাবেক কাউন্সিলর ও আঞ্জুমান মুফিদুল ইসলাম জেলার সভাপতি আব্দুর রশিদ মুন্নু  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় ও দুস্থদের মাঝে  এসব  শীতবস্ত্র বিতরণ করেন।

সমাজসেবক গোলাম কাইয়ুম মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমান মুফিদুল ইসলামের জেলার সেক্রেটারি এম.এম মোসলেম উদ্দিন নান্নু,কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসেন, কে,এম আখতারুজ্জামান ডাবলু, জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, মো. আমজাদ হোসেন, হাফেজ মো. আহসান হাবীব, মো. আলাউদ্দিন বাদশা প্রমূখ।