শিরোনাম

বান্দরবান, ১৯ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের উদ্যোগে তিন শতাধিক দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকালে বান্দরবান সদরের হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের কর্মকর্তারা এসব শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের ভাইস-চেয়ারম্যান মোমেন চৌধুরী, সেক্রেটারি শহিদুর রহমান সোহেল, ইউনিট লেভেল অফিসার আসশাদুল হায়দার, কার্যনির্বাহী সদস্য মাধবী মারমা, আবুল বাশার নয়ন, এডভোকেট দেলোয়ার হোসেনসহ ইউনিটের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন ।