বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ২০:২৩

চট্টগ্রামের রাউজানে র‌্যাবের শীতবস্ত্র বিতরণ

ছবি : বাসস

চট্টগ্রাম উত্তর (রাউজান), ১৩ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার রাউজান উপজেলায় আজ র‌্যাব-৭, চট্টগ্রামের পক্ষ থেকে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোহাম্মদিয়া দরবার শরিফে আয়োজিত এক অনুষ্ঠানে শীতবস্ত্র বিতরণ করেন র‌্যাব-৭, চট্টগ্রাম -এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।

র‌্যাব সূত্রে জানা যায়, এ সময় তিনশ’ জন দুস্থ ও অসহায় ব্যক্তির শীতবস্ত্র বিতরণ করা হয়। 

এ সময় র‌্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।