বাসস
  ১৮ জানুয়ারি ২০২৬, ১৮:২৬

সাজেকে অসহায়দের মধ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

ছবি : বাসস

রাঙ্গামাটি, ১৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলার বাঘাইছড়ি উপজেলার ৩৬ নং সাজেকে দুস্থ, অসহায় ও শীতার্তদের মধ্যে সেনাবাহিনী শীতবস্ত্র ও মানবিক সহায়তা  প্রদান করেছে।

বাঘাইহাট সেনা জোনের উদ্যোগে আজ রোববার সকালে অদিতি পাবলিক স্কুল মাঠে এসব সহায়তা প্রদান করা হয়। 

এ সময় ৬ নম্বর আদর্শ পাড়া, কিয়াংঘাট, সেগুন বাগান, আনসার টিলা ও পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামের দুই শতাধিক পাহাড়ী ও বাঙালি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ ও মানবিক সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. তারেকুল ইমরান, পিএসসি।

এ সময় বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিক, ৩৬নং সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মেম্বার দয়াধন চাকমা, বাঘাইহাট বাজারের ব্যবসায়ী আনোয়ার হোসেন ও মো. রায়হান হোসেন, বাজার সভাপতি নাজিম উদ্দীন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শীতবস্ত্র বিতরণ ও মানবিক সহায়তা প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে বাঘাইহাট জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তারেকুল ইমরান বলেন, সেনাবাহিনী পাহাড়ের দুর্গম প্রত্যন্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি এলাকায় বসবাসরত সকল সম্প্রদায়ের আর্তসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, সেনাবাহিনী সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে। ভবিষ্যতেও এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।