শিরোনাম

রাঙ্গামাটি,৩ জানুয়ারি, ২০২৬ (বাসস): জেলার বাঘাইছড়ি উপজেলায় বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) স্থানীয় দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে।
আজ শনিবার সকালে বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন ফারুকী শিয়ালদহ পাড়া, জামপাড়ায় দরিদ্র ও দুস্থ, অসহায় ব্যক্তিদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে অধিনায়ক লে: কর্নেল বলেন, পাহাড়ের সীমান্তবর্তী দুর্গম এলাকায় আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি সাধারন মানুষের কল্যাণে কাজ করছে এবং এই মানবিক সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসময় বিওপি কমান্ডার নায়ক সুবেদার মো. মশিউর রহমানসহ উপজেলার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।