শিরোনাম

বরগুনা, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিজয় মাস উপলক্ষে বরগুনায় অক্ষর পাঠাগারের উদ্যোগে মাসব্যাপী কুইজ ও প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে জেলার স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৭০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে বরগুনা জেলা সরকারি গণগ্রন্থাগার অডিটোরিয়ামে এসব প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ বাকি বিল্লাহ, লেখক ও শিক্ষক ফজলে রাব্বি।
কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ফাতিমা তুজ জোহরা, দ্বিতীয় ইসমাইল এবং তৃতীয় স্থান অর্জন করেন গোলাম রাসেল খোকন। প্রবন্ধ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন সুরাইয়া, দ্বিতীয় ওসমান বিন আ. আজিজ এবং তৃতীয় স্থান অর্জন করেন মালিহা তাবাসসুম রুশদা।
আলোচনা সভায় বক্তারা বিজয় মাসের তাৎপর্য তুলে ধরেন এবং শিক্ষার্থীদের মধ্যে মুক্তিযুদ্ধের ইতিহাস, সৃজনশীলতা ও পাঠচর্চা বাড়াতে এ ধরনের আয়োজনের গুরুত্বের কথা বলেন। মাসব্যাপী এ কর্মসূচি ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।
অক্ষর পাঠাগারের পরিচালক সাইফুল ইসলাম তোহা জানান, এই আয়োজনটি তিনি শহীদ শরিফ ওসমান হাদি ভাইয়ের স্মৃতির প্রতি উৎসর্গ করেন। অনুষ্ঠানের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি বিজয়ীদের হাতে সনদপত্র, আকর্ষণীয় বইয়ের সেট ও ক্রেস্ট তুলে দেন।