বাসস
  ১৩ জানুয়ারি ২০২৬, ১৮:১৩

বরগুনায় জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে মতবিনিময় সভা

ছবি : বাসস

বরগুনা, ১৩ জানুয়ারি ২০২৬ ( বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা পর্যায়ের সব কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সঙ্গে সমন্বিত মতবিনিময় সভা আজ  জেলার বেতাগীতে অনুষ্ঠিত হয়েছে।

আজ বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বেতাগী উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বরগুনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার (বরগুনা-১ ও বরগুনা-২ আসন)  মিজ তাছলিমা  আক্তার। এ সভায় নতুন বাংলাদেশ গড়তে গণভোটের গুরুত্ব ও নাগরিকদের দায়িত্ব সম্পর্কে আলোচনা করা হয়।

জেলা  প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, ‘নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ দেওয়া হবে না। 

সকল প্রার্থীকে নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে মেনে প্রচারণা চালাতে হবে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করার জন্য প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে।’

 সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন,  বরগুনা পুলিশ সুপার কুদরত-ই-খুদা, অতিরিক্ত  জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল, জেলা নির্বাচন অফিসার আতিকুল ইসলাম, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সাদ্দাম হোসেন, বেতাগী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জুয়েল ইসলামসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।