বাসস
  ২৬ জানুয়ারি ২০২৬, ২০:০৭

বরগুনায় চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে ক্যালকুলেটর বিতরণ 

ছবি : বাসস

বরগুনা, ২৬ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলার বেতাগীতে উপজেলায় আজ উপজেলা প্রশাসনের উদ্যোগে স্কুল, কলেজ ও মাদ্রাসার চার শতাধিক শিক্ষার্থীর মধ্যে সাইন্টিফিক ক্যালকুলেটর বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে বেতাগী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের ৫৫ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪৪০ জন শিক্ষার্থীর মধ্যে এসব সাইন্টিফিক ক্যালকুলেটর বিতরণ করা হয়।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মু. সাদ্দাম হোসেন প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এসব সাইন্টিফিক  ক্যালকুলেটর তুলে দেন।

এ সময় বিবিচিনি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাকির হোসাইন, বেতাগী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শাহীন, কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমেদ, সবুজ কানন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।