বাসস
  ১৭ জানুয়ারি ২০২৬, ১৯:৪৫

বরগুনায় কৃষকের মধ্যে ধান ও সূর্যমুখী বীজ বিতরণ

ছবি : বাসস

বরগুনা, ১৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদনে উৎসাহিত করতে ধান ও সূর্যমুখী বীজ বিতরণ করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১টায় বরগুনা সদরের ব্র্যাক অফিসে এ বীজ বিতরণ করা হয়।

এসময় ১১০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি করে ধান বীজ এবং ৮০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি করে সূর্যমুখী বীজ বিতরণ করা হয়। মোট ১৯০ জন প্রান্তিক কৃষকের হাতে এ বীজ তুলে দেওয়া হয়।

ব্র্যাক অফিস সূত্রে জানা যায়, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় জেলার বিভিন্ন এলাকার প্রান্তিক কৃষকদের চিহ্নিত করে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হচ্ছে। এরই অংশ হিসেবে ইতোমধ্যে জেলার এক হাজার কৃষকের মধ্যে ধান বীজ এবং ৬০০ জন কৃষকের মধ্যে সূর্যমুখী বীজ বিতরণ করা হয়েছে।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত বিন সাদেক। আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মাহমুদুল হাসানের সভাপতিত্বে এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্র্যাক জেলা কো-আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) ও কো-অর্ডিনেটর মারুফ পারভেজ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সিফাত বিন সাদিক বলেন, এই ধরনের উদ্যোগ প্রান্তিক কৃষকদের নতুন করে স্বপ্ন দেখাতে সাহায্য করে। উন্নত বীজের সঠিক ব্যবহার কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকের আর্থিক অবস্থারও উন্নতি ঘটাবে। কৃষি ও কৃষকের উন্নয়নে ব্র্যাকের এই কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।