বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ১৯:১৭

জনগণের মুখোমুখি বরগুনা-১ আসনের প্রার্থীরা 

ছবি : বাসস

বরগুনা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় আজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে ‘একটি রাষ্ট্রে নাগরিকের চেয়ে গুরুত্বপূর্ণ কোনো পদ নেই’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনা-১ সংসদীয় আসনের প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ শনিবার বেলা ১১টায় বরগুনা শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘সুশাসনের জন্য নাগরিক-সুজন’ আয়োজনে এ অনুষ্ঠানে বরগুনা-১ আসনে বিভিন্ন দলের প্রার্থীরা সরাসরি ভোটারদের প্রশ্নের উত্তর দেন।

উপস্থিত প্রার্থীদের মধ্যে ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মো. মাহমুদুল হাসান অলিউল্লাহ (হাতপাখা), খেলাফত মজলিসের প্রার্থী অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসাইন (দেয়াল ঘড়ি) এবং জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. জামাল হোসেন (সাইকেল)।

সুজন- এর জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. জিয়াউল করিমের সভাপতিত্বে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন কমিটির সম্পাদক গোলাম মোস্তফা কাদের।