বাসস
  ১৬ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৪
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৫:১৫

শ্রদ্ধা ও প্রার্থনায় কুড়িগ্রামে মহান বিজয় দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুড়িগ্রামে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। ছবি: বাসস

কুড়িগ্রাম, ১৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুড়িগ্রামে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করা হয়।

পরে কুড়িগ্রাম কলেজ মোড়স্থ বিজয় স্মৃতি স্তম্ভে একে একে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি ও এনসিপি, এবি পার্টি, নাগরিক ঐক্যসহ বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, কুড়িগ্রাম প্রেসক্লাব এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানসহ বিভিন্ন রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক কর্মী ও সাংবাদিকরা।

শ্রদ্ধা নিবেদন শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে স্বাধীনতার অর্জনকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে কুড়িগ্রামে বিজয়ের গৌরবময় ইতিহাস স্মরণ করে নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।