বাসস
  ০২ জানুয়ারি ২০২৬, ১৩:৩৬

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুড়িগ্রামে দোয়া মাহফিল

ছবি: বাসস

কুড়িগ্রাম, ২ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কুড়িগ্রামে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার সকালে সহকারী শিক্ষক সমাজ, জেলা শাখার উদ্যোগে জেলা পিটিআই হলরুমে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের আহ্বায়ক হোসাইন আহমেদ হিজল, সদস্য সচিব মো. এমারুল হক টুটুলসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক সহকারী শিক্ষক।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নাম। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁরা বলেন, দেশনেত্রীর আদর্শ ও রাজনৈতিক সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে অংশগ্রহণকারী শিক্ষকরা গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানান।