শিরোনাম

কুড়িগ্রাম, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : কুড়িগ্রামের দুইটি সংসদীয় আসনে দুইজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। এতে জেলার চারটি সংসদীয় আসনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৬ জন।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ইয়াছিন আলী সরকার এবং কুড়িগ্রাম-৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মামুন অর রশীদ নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন যাচাই-বাছাই শেষে গ্রহণ করা হয়েছে। এর ফলে কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীর সংখ্যা কমে ২৬ জনে দাঁড়িয়েছে।
জেলা নির্বাচন অফিস জানিয়েছে, মনোনয়নপত্র প্রত্যাহার প্রক্রিয়া শেষে শিগগির চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ কার্যক্রম সম্পন্ন করা হবে। এরপর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।