শিরোনাম

কুড়িগ্রাম, ১৩ জানুয়ারি, ২০২৬ (বাসস) : স্বচ্ছ, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতকরণে জেলায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রংপুর আঞ্চলিক তথ্য অফিসের উদ্যোগে কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে আজ মঙ্গলবার এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ইনজামামুল আলম, সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত এ খোদা, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসমাইল হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর, জেলা তথ্য কর্মকর্তা শাহজান আলী এবং রংপুর আঞ্চলিক তথ্য অফিসের তথ্য অফিসার ফরহাদ আহমেদ।
সভায় সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিভিন্ন দিক তুলে ধরে সাংবাদিকদের মধ্য থেকে আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিল অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, ইউনুছ আলী, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, রেজাউল করিম রেজা, মাহফুজার রহমান খন্দকার, খন্দকার একরামুল হক সম্রাট, আরিফুল ইসলাম রিগান, মনোয়ার হোসেন লিটন, তামজীদ তুরাগ, সাইয়েদ আহমেদ বাবু, গোলাম মাওলা সিরাজ, জাহানুর রহমান খোকন, সুজন মহন্ত ও রাশিদুল ইসলাম রাশেদসহ অন্যান্যরা।
প্রধান অতিথির বক্তব্যে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, সুষ্ঠু নির্বাচন সম্পন্নে প্রশাসন-গণমাধ্যম একসঙ্গে কাজ করবে। নির্বাচন কাজে নিয়োজিত প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারী ও জেলায় কর্মরত সাংবাদিকরা একই পরিবারভুক্ত। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন ও গণমাধ্যম সম্মিলিতভাবে বদ্ধপরিকর।
জেলার নির্বাচন প্রস্তুতির বিষয়ে জেলা প্রশাসক জানান, কুড়িগ্রামে মোট ৭০৬টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৮৬টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ৬টি কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই। এসব সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে প্রশাসন কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।