শিরোনাম

নাটোর, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার আরোগ্য কামনা করে আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে শহরের এনডিটিআই মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী এবং নাটোর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
মুনাজাতে অংশগ্রহন শেষে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, খালেদা জিয়া দেশের ঐক্যের প্রতীক। দেশে গণতন্ত্রের ধারা পুন:প্রবর্তনসহ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার প্রতীক তিনি। দেশের এই সংকট মোকাবেলা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে তাঁর কোন বিকল্প নেই। আমরা বিশ্বাস করি, মহান আল্লাহ আমাদের দোয়া কবুল করে দেশের প্রয়োজনে তাকে সুস্থ করে তুলবেন।
মুনাজাতে অন্যান্যের মধ্যে অংশগ্রহন করেন জেলা বিএনপি’র আহ্বায়ক রহিম নেওয়াজ, নাটোর পৌরসভার সাবেক মেয়র শেখ এমদাদুল হক আল মামুন এবং কাজী শাহ আলম।
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে মুনাজাত পরিচালনা করেন এনডিটিআই জামে মসজিদের খতিব মাওলানা আবুল বাশার।