বাসস
  ২৮ জানুয়ারি ২০২৬, ২০:০৭
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ২১:০০

নাটোরে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে উঠান বৈঠক

ছবি : বাসস

নাটোর, ২৮ জানুয়ারি ২০২৬ (বাসস) : জেলার গুরুদাসপুর উপজেলায় আজ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি এবং গণভোট সম্পর্কে নারীদের অবহিতকরণের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বিকেলে গুরুদাসপুর উপজেলার নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জেলা তথ্য অফিস -এর উদ্যোগে এ বৈঠক আয়োজন করা হয়। 

জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুল আওয়ালের সভাপতিত্বে এ বৈঠকে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জোনাব আলী এবং উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. হাসান আলী।

উঠান বৈঠকে বিদ্যালয়ের অভিভাবদের মধ্যে প্রায় একশ’ জন নারী অংশগ্রহন করেন। 

বৈঠকে বক্তারা নির্বাচনের সময়সূচী ছাড়াও আচরণবিধির উল্লেখযোগ্য বিষয়, গণভোটের বিষয়, গণভোট প্রদান পদ্ধতি এবং গণভোটের গুরুত্ব সম্পর্কে ধারণা প্রদান করেন।

জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদানের মাধ্যমে ‘কেমন সরকার চাই’ এবং গণভোটে ভোট প্রদানের মাধ্যমে ‘কেমন বাংলাদেশ চাই’ মতামতের প্রতিফলন ঘটবে বলে বক্তারা উল্লেখ করেন।