বাসস
  ০১ মে ২০২৪, ১৩:২০

চুয়াডাঙ্গায় আজ দুপুরে ৪০.৭ ডিগ্রিতাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গা, ১ মে, ২০২৪ (বাসস): ক্রমাগত বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। গতকাল দুপুর ৩ টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়  চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা গত ৯ বছরের রেকর্ড ছাড়িয়েছে। আজ বুধবার দুপুর ১২টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি মাসের ১২ এপ্রিল থেকে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র থেকে অতি তীব্র তাপদাহ। তীব্র দাবদাহের কারণে প্রশাসনের তরফ থেকে  জনসাধারণকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।  হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়াসহ বিভিন্ন রোগীর চাপ অস্বাভাবিকহারে বেড়ে গেছে।
প্রচ- তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।  সেই সাথে বাতাসের আদ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম।  তাপদাহে খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বের হচ্ছেন না।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানায়, আজ ১২ টায় জেলায় সর্বোচ্চ  তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০.৭ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আদ্রতা ছিল ১৪ শতাংশ ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়