শিরোনাম

নাটোর, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রদানে জনসাধারণকে উদ্বুদ্ধ করতে ‘টেন মিনিটস্ ব্রিফ’ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার রাতে (২৩ জানুয়ারি) লালপুর উপজেলার রুইগাড়ি বাজারে এ নির্বাচনী ব্রিফ প্রদান করেন জেলা তথ্য কর্মকর্তা মো. আব্দুল আওয়াল।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে দুইটি পৃথক ব্যালটে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। জাতীয় নির্বাচনে দেশের শাসন ব্যবস্থা পরিচালনায় প্রতিনিধি নির্বাচনে ভোট দেওয়া হয়। গণভোটে জনগণ দেশের শাসন ব্যবস্থা পরিচালনায় সরাসরি মতামত প্রদানের সুযোগ পায়।
তথ্য কর্মকর্তা বলেন, দেশের মানুষের কাংখিত সংস্কার প্রস্তাব যেমন নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদের আলোকে গঠন, বিরোধী দল থেকে সংসদে ডেপুটি স্পীকার নির্বাচন, দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গঠন ইত্যাদি ঐক্যমতে উপনীত হওয়া ৩০টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নে টিক চিহ্ন সম্বলিত গোলাপী রঙের ব্যালটের ঘরে সিল প্রদান করতে হবে। পক্ষান্তরে সংস্কার প্রস্তাবে রাজি না থাকলে ক্রস চিহ্ন সম্বলিত ব্যালটের ঘরে সিল প্রদান করতে হবে।
এছাড়াও উপজেলার গোপালপুর পৌরসভার চকনাজিরপুর এলাকায় আয়োজিত নির্বাচনী সচেতনতামূলক ‘ভোটালাপ’ কর্মসূচিতে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয় অবহিত এবং ভোট প্রদানে ভোটারদের উদ্বুদ্ধ করে জেলা তথ্য অফিস।