শিরোনাম

নাটোর, ১৭ জানুয়ারি, ২০২৭ (বাসস) : নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বাগাতিপাড়া উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।
আজ শনিবার সকাল দশটায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাতিপাড়া উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আবুল কালাম আজাদ বলেন, ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনই আমাদের প্রধান চ্যালেঞ্জ। কাউকে বাদ দিয়ে কোনো ঐক্য সম্ভব নয়। সবাইকে সঙ্গে নিয়েই ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় দায়িত্বশীল সাংবাদিকতার ভূমিকা অপরিসীম। নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো বিভ্রান্তি, অপতথ্য কিংবা সহিংসতা ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এ কে এম আফজাল হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা এনসিপির আহ্বায়ক প্রভাষক আরিফুল ইসলাম তপু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জাকির হোসেন, ছাত্র শিবিরের উপজেলা সভাপতি মিঠু সরকার অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।