বাসস
  ০৮ জানুয়ারি ২০২৬, ১৫:০০

ফেনীর পৈতৃক বাড়িতে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায়  কুলখানি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি জেলার ফুলগাজীর দ: শ্রীপুরে বিএনপির উদ্যোগে কোরআন খানি, দোয়া ও কুলখানির আয়োজন করা হয়। ছবি: বাসস

ফেনী,৮ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার পৈত্রিক বাড়ি জেলার ফুলগাজীর দ: শ্রীপুরে বিএনপির উদ্যোগে কোরআন খানি, দোয়া ও কুলখানির আয়োজন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার গ্রামের বড় মজুমদার বাড়ির আঙিনায় সকাল থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলে এই কুলখানি। কুলখানিতে মুসলিম সাড়ে ৫ হাজার  ও ৫ শতাধিক সনাতনধর্মের মানুষের জন্য খাওয়ার আয়োজন করা হয়।

ফেনী-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য  পদপ্রার্থী রফিকুল আলম মজনু'র সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া'র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ বিএনপির মনোনীত এমপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু,বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ফেনী- ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, বিএনপির জাতীয় কমিটির সদস্য আবু তালেব, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী, ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহম্মদ, পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন জাহিদ হোসেন মজুমদার  ও শামিম মজুমদার সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মুফতি যোবায়ের হোসেন।

আবদুল আউয়াল মিন্টু তার সংক্ষিপ্ত বক্তব্যে  বলেন,এদেশের গনতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। তিনি ক্ষমতা বা আরাম আয়েশ এর তোয়াক্কা না করে দেশের স্বার্থকেই প্রাধান্য দিয়েছেন।তিনি বলেন, ফেনীর উন্নয়নেও বেগম খালেদা জিয়ার অবদানও চিরস্মরণীয় হয়ে থাকবে।