শিরোনাম

রংপুর, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে আজ বিকেলে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার পানির ট্যাঙ্ক এলাকায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রংপুর মহানগর বিএনপির ২০ নম্বর ওয়ার্ড শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এবং এলাকার সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন।
রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী এবং রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক মো. শামসুজ্জামান সামু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে স্পেন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, মহানগর বিএনপির সদস্য আলহাজ সালেকুজ্জামান সালেক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল ইমরান সুজন, সদস্য-সচিব জাকারিয়া ইসলাম জিম, জেলা যুবদল নেতা আব্দুল হালিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক নোমান হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
পরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তাঁদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো’সহ রংপুরে প্রয়াত সব নেতার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন নিউ ইঞ্জিনিয়ার পাড়া জামে মসজিদের খতিব মাওলানা নূর ইসলাম।
এর আগে, গতকাল সোমবার রংপুর নগরীর ১৫, ৩১, ১৩ ও ১২ নম্বর ওয়ার্ডে একই ধরণের মোনাজাত অনুষ্ঠিত হয়।