বাসস
  ১৪ জানুয়ারি ২০২৬, ১৯:৩৮

খালেদা জিয়ার মৃত্যুতে শোকবই খুলেছে জাবি

বুধবার দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শোকবইয়ে স্বাক্ষর করে উদ্বোধন করেন, এরপর সবার শ্রদ্ধা নিবেদনের জন্য শোকবইটি উন্মুক্ত রাখা হয়। ছবি : বাসস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস): সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকবই খুলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন।

আজ দুপুরে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান শোকবইয়ে স্বাক্ষর করে এটির উদ্বোধন করেন। এরপর সবার শ্রদ্ধা নিবেদনের জন্য শোকবইটি উন্মুক্ত রাখা হয়।

শোকবার্তায় উপাচার্য লিখেছেন, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন অভিভাবক ও রাষ্ট্রনায়ককে হারিয়েছে।

তিনি খালেদা জিয়াকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উল্লেখ করেন। উপাচার্য উল্লেখ করেন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপসহীন ভূমিকার কারণে খালেদা জিয়া ‘আপসহীন দেশনেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন। তাঁর মৃত্যু দেশের রাজনৈতিক ইতিহাসে এক কিংবদন্তি ব্যক্তির মহাপ্রয়াণ হিসেবে চিহ্নিত।

ড. আহসান আরো উল্লেখ করেন, সময়ের প্রয়োজনে একজন গৃহিণী থেকে লাখো মানুষের নেত্রীতে পরিণত হন খালেদা জিয়া। তিনি গণতান্ত্রিক মূল্যবোধ লালন করেছেন এবং দেশ, মাটি ও মানুষের অধিকার রক্ষার সংগ্রামে অবিচল থেকেছেন।

উপাচার্যের পর উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম আবদুর রব, সমাজবিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. শামসুল আলম, জীববিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সাত্তার, প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রশিদুল আলম, মহিলা ক্লাবের সভাপতি ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক কামরুন নেসা খন্দকারসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা শোকবইয়ে স্বাক্ষর করেন।