শিরোনাম

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : পুরোনো একটি ঘটনাকে সম্প্রতির একটি ঘটনার সঙ্গে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, মাহদী হাসানকে ছাড়িয়ে নিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা হবিগঞ্জ থানায় হামলা করলে সেনাবাহিনী তাদের লাঠিচার্জ করেছে— এমন দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ওই ভিডিওর দাবি সঠিক নয়। মদ্যপ অবস্থায় রাস্তায় মাতলামি করার কারণে, গত বছরের জুনে সেনাবাহিনী কিছু যুবককে শাস্তি দেয়। এটি সেই ঘটনারই দৃশ্য।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট ও দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে।
বিশেষ করে অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে এ সব অপতথ্য ছড়ানো হচ্ছে।
ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট।
বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ করে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ায় দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।