শিরোনাম

জয়পুরহাট, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) :জেলায় সাংবাদিকদের নিয়ে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ে ২ দিনব্যাপী পিআইবি’র প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় জয়পুরহাট সদর উপজেলা পরিষদের হলরুমে প্রশিক্ষনের শুরু হয়।
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের উদ্যোগে এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর আয়োজনে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এতে পিআইবি’র প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন সমন্বয়কের দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণে রিসোর্স র্পাসন হিসেবে বক্তব্য রাখেন অনলাইন পোর্টাল বাংলা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল এবং দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার বাহারাম।
আজ ও কাল অনুষ্ঠিত প্রশিক্ষণের মূল লক্ষ্য নির্বাচনকালীন রিপোর্টিংয়ের বিষয়ে সাংবাদিকদের প্রয়োজনীয় জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধি করা। প্রশিক্ষণে নির্বাচনকালীন সময়ে প্রতিবেদন তৈরির খুঁটিনাটি বিষয়, সমসাময়িক প্রেক্ষাপটে বিদ্যমান চ্যালেঞ্জ, সেসব চ্যালেঞ্জ মোকাবিলার বিভিন্ন কৌশল এবং নির্বাচনী আইন ও বিধিমালা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
এ প্রশিক্ষনে জয়পুরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।