শিরোনাম

ঢাকা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি উক্তিকে সম্পূর্ণ মিথ্যা ও গুজব হিসেবে শনাক্ত করেছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান ‘ফ্যাক্টওয়াচ’।
ফ্যাক্টওয়াচ স্পষ্ট করেছে যে, প্রেস সচিব শফিকুল আলম আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার কোনো আহ্বান জানাননি।
সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে দাবি করা হচ্ছিল যে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন— ‘আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া উচিত এবং তাদের সুবিধার্থে নির্বাচনের তারিখ পিছিয়ে দেওয়া যেতে পারে।’ এই ভুয়া দাবির সপক্ষে দৈনিক ‘কালের কণ্ঠ’-এর নাম ও লোগো ব্যবহার করে একটি নকল ফটোকার্ড প্রচার করা হচ্ছিল।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান টিম জানায়, দৈনিক কালের কণ্ঠ এ ধরনের কোনো ফটোকার্ড বা সংবাদ প্রকাশ করেনি। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিবের পক্ষ থেকেও সাম্প্রতিক সময়ে কোনো গণমাধ্যমে এমন কোনো বক্তব্য দেওয়ার তথ্য পাওয়া যায়নি।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলোর পর্যবেক্ষণ অনুযায়ী, গত বছর থেকে ভারতভিত্তিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু পেজ থেকে বাংলাদেশকে লক্ষ্য করে গুজব ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য মূলত অন্তর্বর্তীকালীন সরকার এবং চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শক্তিগুলোকে বিতর্কিত করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) অনুমোদিত এবং সেন্টার ফর ক্রিটিক্যাল অ্যান্ড কোয়ালিটেটিভ স্টাডিজ (সিকিউএস) পরিচালিত একটি স্বাধীন ফ্যাক্ট-চেকিং সংস্থা হিসেবে ফ্যাক্টওয়াচ নিয়মিতভাবে এ ধরনের গুজব শনাক্ত করে সত্য তুলে ধরছে।