বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ১৯:৪২
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৯:৫২

নির্বাচনকালে সাংবাদিকদের পেশাদারিত্বের পরিচয় দিতে হবে: পিআইবি মহাপরিচালক

মঙ্গলবার পিআইবি'র সম্মেলন কক্ষে গাজীপুরের সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী দিনে কথা বলেন পিআইবি মহাপরিচালক ফারুক ওয়াসিফ । ছবি : বাসস

গাজীপুর, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস): প্রেস ইন্সটিটিউট বাংলাদেশ (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেছেন, নির্বাচন চলাকালে সাংবাদিকদের পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। 

তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। নির্বাচনের সময় গণমাধ্যমের দায়িত্ব শুধু খবর প্রকাশ নয়, বরং সত্য, নিরপেক্ষতা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে জনগণের আস্থা রক্ষা করা।

আজ মঙ্গলবার পিআইবি'র সম্মেলন কক্ষে গাজীপুরের সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক দু'দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী দিনে পিআইবি মহাপরিচালক এসব কথা বলেন।

তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মধ্য দিয়ে রাজনৈতিক ভারসাম্য ও নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। যেদিন এ সিদ্ধান্ত পাশ হয়েছে সেদিনই বোঝা গেছে বাংলাদেশে আর নির্বাচন হচ্ছে না। 

তত্ত্বাবধায়ক সরকার নেই মানে নিরপেক্ষ নির্বাচন হবে না এটা একদম পরিষ্কার। তার মানে, ইলেকশন যেহেতু হবে না তাহলে রাজনৈতিক দলগুলো দমন ও ধ্বংস করা হবে।

এ সময় গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৮ জন সাংবাদিক কর্মশালায় অংশগ্রহণ করেন।

ফারুক ওয়াসিফ আরো বলেন, এবারের নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে এবং  সত্যিকার জনমতের প্রতিফলন ঘটবে। তা না হলে আমরা আবারো ফ্যাসিবাদের কবলে পড়বো।

শুধু সরকার গঠন করলে হবে না, সরকার যেনো ফ্যাসিবাদী না হয়ে ওঠে তার জন্য এবারের গণভোট গুরুত্বপূর্ণ। 

গুজব ও অপপ্রচারের যুগে সাংবাদিকদের তথ্য যাচাইয়ের দক্ষতা বাড়ানো জরুরি বলেও মন্তব্য করেন তিনি। প্রশিক্ষণ কর্মশালায় নির্বাচনী আইন, সাংবাদিকদের জন্য নীতিমালা, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দ্যা ডেইলি স্টার পত্রিকার সিনিয়র রিপোর্টার মো. বাহারাম খান। ফ্যাক্টচেকিং, গুজব ও অপপ্রচার মোকাবেলায় প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা ফ্যাক্ট এর মিডিয়া রিসার্চ বিভাগের এক্সিকিউটিভ তাহমিদ ইসলাম। পাশাপাশি সাংবাদিকদের শারীরিক ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে বিস্তারিত অবহিত করা হয়।

এসময় কর্মশালায় পিআইবির প্রশিক্ষণ সমন্বয়ক ও গবেষক ছিদ্দিক ফারুক এবং সম্পাদক আলী মুর্তোজা প্রমুখ উপস্থিত ছিলেন।