বাসস
  ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৩

সালাহউদ্দিন আহমেদের নামে ভুয়া মন্তব্য প্রচার শনাক্ত বাংলাফ্যাক্টের

ছবি: বাংলাফ্যাক্ট

ঢাকা, ১৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নামে ভুয়া মন্তব্য প্রচার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভ্রান্তি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট-চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের ছবিযুক্ত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দাবি করা হয়, তিনি নাকি বলেছেন, ‘কথায় কথায় ভারতের পতাকা পদদলিত যারা করতে বলে তারা সত্যিকারের রাজাকার। ভারত আমাদের অকৃত্রিম বন্ধু।’

তবে বাংলাফ্যাক্টের যাচাইয়ে দেখা গেছে, সালাহউদ্দিন আহমেদ এমন কোনো মন্তব্য করেননি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবিরও বাংলাফ্যাক্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাফ্যাক্ট জানায়, ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য তারা ইতোমধ্যে শনাক্ত করেছে।

বাংলাদেশে চলমান গুজব, ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধ এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে নিয়মিত কাজ করছে প্রতিষ্ঠানটি।