শিরোনাম

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নামে ভুয়া নোটিশ ও সার্টিফিকেট প্রচার করা হচ্ছে। এ ব্যাপারে জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।
সিআইডি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এসব ভুয়া নোটিশে সাইবার অপরাধ, পর্নোগ্রাফি ও বৈদেশিক মুদ্রা লেনদেনসহ নানা অভিযোগের কথা উল্লেখ করে জনমনে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। সিআইডি স্পষ্টভাবে জানিয়েছে যে, এসব নোটিশ সম্পূর্ণ ভুয়া, মিথ্যা ও বিভ্রান্তিকর।
ভুয়া নোটিশ ব্যবহার করে জনগণের সঙ্গে প্রতারণার অপচেষ্টা চলছে। এতে কেউ যেন বিভ্রান্ত না হন, সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
সিআইডি বিষয়টি তদন্ত করছে এবং উক্ত ভুয়া নোটিশ প্রস্তুত ও প্রচারে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অচিরেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।