বাসস
  ২৪ জুলাই ২০২৩, ১৯:৩৪

নীলফামারীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে ‘অ্যাসিসটিভ ডিভাইস’ বিতরণ 

নীলফামারী, ২৪ জুলাই ২০২৩ (বাসস) : জেলার সৈয়দপুর উপজেলায় আজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৮ জন বিশেষ চাহিদাসম্পন্ন শিশু শিক্ষার্থীকে ‘অ্যাসিসটিভ ডিভাইস’ প্রদান করা হয়েছে। 
আজ সোমবার বেলা ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে বাঙ্গালীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসব ডিভাইস বিতরণ করা হয়। 
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল রায়হান। 
বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা মরিয়ম নেসা, মো. মিজানুর রহমান, মোছা. মুসারাত জাহান, বাঙ্গালীপুর নিজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুখশানা প্রধান প্রমুখ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন সরকার জানান, উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের ২০২২-২০২৩ অর্থবছরের বাজেট থেকে বিশেষ চাহিদাসম্পন্ন চারজন শিশুকে হুইল চেয়ার, ছয়জনকে চশমা ও আটজনকে শ্রবন যন্ত্র প্রদান করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়